বিজ্ঞাপন

ফিলিস্তিনের বিপক্ষে কেমন দল সাজালো বাংলাদেশ?

March 24, 2019 | 7:06 pm

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।

ঢাকা: এএফসি কাপ অনূর্ধ্ব-২৩ প্রাথমিক বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে প্রথম একাদশে পরিবর্তন এনেছেন কোচ জেমি ডে। ফিলিস্তিনের বিপক্ষেও রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলাবেন কোচ। দলের গুরুত্বপূর্ণ দুই জায়গায় পরিবর্তন এসেছে দ্বিতীয় ম্যাচেও।

শ্রীলঙ্কাকে ৯-০ গোলে উড়িয়ে দেয়া ফিলিস্তিনের বিপক্ষে কৌশলী হয়েছেন জেমি ডে। ফরমেশন ৪-৩-৩ রেখে দলে দুই জায়গায় পরিবর্তন এনেছেন লাল-সবুজ জার্সিধারীদের কোচ।

বিজ্ঞাপন

বাহরাইনের সঙ্গে যে একাদশ সাজিয়েছিল তিনজন ছাড়া বাকী সব ফুটবলারই ঠিক আছে। মতিনের বদলে দলে আক্রমণভাগে একাদশে ঢুকেছেন মোহাম্মদ আল-আমিন। রক্ষণে ইব্রাহিমের বদলে রহমত মিয়া। আনিসুর জিকোর বদলে গোলবারের নিচে দাঁড়িয়েছেন সাইফ স্পোর্টিং ক্লাবের পাপ্পু।

প্রথম ম্যাচে বাহরাইনের মাটিতে ১-০ ব্যবধানে হেরে দ্বিতীয় ম্যাচে খালিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে শনিবার রাত ৭টায় শুরু মাঠে নেমেছে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশঃ
পাপ্পু, সুশান্ত ত্রিপুরা, টুটুল বাদশা, রবিউল হাসান, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, আল আমিন, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ রহমত মিয়া, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল হাসান

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন