নিউ ইয়র্কের শহরতলীতে হাম মহামারি, জরুরি অবস্থা জারি
২৭ মার্চ ২০১৯ ১৮:২৯
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের এক শহরতলীতে হাম মহামারির পর জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাশাপাশি হামের টিকা না নেওয়া শিশুদের জনসাধারণের জন্য উন্মুক্ত জায়গাগুলোতে না আসার যাওয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
নিউ ইয়র্কের পাঁচ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত রকল্যান্ড কাউন্টি স্থানীয় সময় মঙ্গলবার (২৬ মার্চ) জরুরি অবস্থা জারি করেছে। সেখানে গত অক্টোবর থেকে এখন পর্যন্ত ১৫৩জন ব্যক্তি হাম আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে।
রকল্যান্ড ছাড়া যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চলেও ব্যাপক হারে দেখা দিয়েছে হাম। স্থানীয় কর্তৃপক্ষ হাম নিয়ন্ত্রণে নিচ্ছে কঠোর পদক্ষেপ। ওয়াশিংটন অঙ্গরাজ্যের গভর্নর জে ইনস্লি গত জানুয়ারিতে হাম মহামারি ঠেকাতে রাজ্যজুড়ে জরুরি অবস্থার ঘোষণা দিয়েছিলেন।
সেন্টার ফর ডিজিস কনট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, চলতি বছর অন্যান্য অঞ্চলের মধ্যে টেক্সাস, ইলিনয়, ক্যালিফোর্নিয়া ও নিউ ইয়র্ক সিটিতে হাম দেখা দিয়েছে।
এদিকে রকল্যান্ডের জরুরি অবস্থা স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এই ঘোষণা অনুসারে, ১৮ বছরের কম বয়স্ক কেউ যদি হামের টিকা না নিয়ে থাকে তাহলে আগামী ৩০ দিনের জন্য তারা জনসাধারণের জন্য উন্মুক্ত জায়গায় যেতে পারবেন না।
রকল্যান্ড কাউন্টির নির্বাহী এড ডে বলেন, এটা একটা জনস্বাস্থ্য সংকট। এখন সতর্ক হতে হবে ও যথাযথ পদক্ষেপ নিতে হবে। কাউন্টির নাগরিকদের এই ঘোষণা মেনে চলতে হবে, যাতে আর কখনো আমাদের এই পরিস্থিতির মধ্য দিয়ে না যেতে হয়।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৫টি ভিন্ন রাজ্যজুড়ে অন্তত ৩১৪ জন ব্যক্তি হামে আক্রান্ত হয়েছেন। ২০১৮ সাল জুড়ে হামে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল ৩৭২ জন।
সারাবাংলা/আরএ