বিজ্ঞাপন

মাশরাফিই এখন সফলতম অধিনায়ক

January 23, 2018 | 6:55 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পক্ষে অনেকেই মত দিয়েছেন। সেটির প্রমাণ দেবে পরিসংখ্যানও। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফি। তিনি বাংলাদেশকে নেতৃত্ব দিলেন সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ জয়ের মাধ্যমে।

জিম্বাবুয়েকে হারানোর মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের স্বাদ নিলেন মাশরাফি। ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে জিম্বাবুয়েকে ৯১ রানের ব্যবধানে হারায় মাশরাফি বাহিনী।

ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে নিজেদের রেকর্ড জয় তুলে নেওয়ার দিন হাবিবুল বাশার সুমনকে ছুঁয়েছেন মাশরাফি। আর এই ম্যাচে জয় নিয়ে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি জয় পাওয়া অধিনায়ক হিসেবে রেকর্ড গড়লেন তিনি।

বিজ্ঞাপন

টাইগারদের জয়ের মুহূর্ত

Winning Moments of Bangladesh

বিজ্ঞাপন

Winning Moments of Bangladesh against Zimbabwe

Posted by Rabbitholebd.com on Tuesday, 23 January 2018

 

ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩০ ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন মাশরাফি। তার আগে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ৬৯ ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে ২৯টি ম্যাচে দলকে জিতিয়েছেন। ৫৩ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে টাইগারদের ৩০ ম্যাচে জয়ের স্বাদ দিলেন মাশরাফি।

বিজ্ঞাপন

হাবিবুল বাশারের নেতৃত্বে ৪০টি ম্যাচ হেরেছে বাংলাদেশ। তবে মাশরাফির নেতৃত্বে ২১টি ম্যাচ হেরেছে বাংলাদেশ। মাশরাফির অধীনে দুটি ম্যাচ কোনো ফল পায়নি।

৫০ ম্যাচে ওয়ানডে দলকে নেতৃত্ব দিয়ে তৃতীয় সর্বোচ্চ ২৩টি ম্যাচ জিতেছেন অধিনায়ক সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডারের অধিনায়কত্বে বাংলাদেশ হেরেছে ২৬টি ম্যাচ, ফল আসেনি একটি ম্যাচে। মুশফিকের অধীনে বাংলাদেশ ৩৭ ওয়ানডে খেলে জয় তুলে নিয়েছিল ১১ ম্যাচে আর হেরেছিল ২৪ ম্যাচে। মোহাম্মদ আশরাফুল ৩৮ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন ৮টি, হেরেছেন ৩০টি ওয়ানডেতে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন