বিজ্ঞাপন

‘লোয়ার অর্ডারই পার্থক্য গড়ে দিয়েছে’

January 23, 2018 | 9:09 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ব্যক্তিগত দুইটি দারুণ অর্জন হয়েছে বটে, তবে তামিম ইকবালের নিজের বা বাংলাদেশ দলের জন্য এই ম্যাচ থেকে আলাদা করে খুব বেশি কিছু পাওয়ার ছিল না। তবে যারা এখনো রান পাননি, তাদের জন্য ছিল আদর্শ মঞ্চ। শেষ পর্যন্ত সেই রানটা ভদ্রস্থ হলো লোয়ার অর্ডারের জন্য। তামিম ম্যাচ শেষে আলাদা করেই বললেন, আজ ব্যাটিংয়ে পার্থক্য গড়ে দিয়েছে লোয়ার অর্ডাররাই।

১৭০ রানে ৮ উইকেট হারানোর পর শেষ দুই উইকেটে বাংলাদেশ আজ যোগ করেছে ৪৬ রান। সানজামুল ইসলামের প্রথম শ্রেণিতে সেঞ্চুরি আছে, তার ১৯ রানের ইনিংসটা মোটামুটি প্রত্যাশিতই। তবে মোস্তাফিজের ১৮ রানের ইনিংসটা ছিল চমকে দেওয়ার মতোই। তামিম মনে করিয়ে দিলেন, লোয়ার অর্ডার ব্যাটিং নিয়ে আলাদা করে পরিশ্রম করেছে। অনুশীলন ক্যাম্পের শুরুর কয়েক দিন তো টেল এন্ডাররাই ব্যাট করেছেন নেটে। আজ মাঠে তারই প্রতিফলন ঘটেছে।

‘হ্যাঁ, তাদের কথা আপনাকে বলতেই হবে। আমাকে আবারও এখানে টিম ম্যানেজমেন্টের কথা বলতে হয়। কৃতিত্বটা তাদেরই। কারণ গেল এক দেড় মাসে তাদেরকে যেভাবে টিম ম্যানেজমেন্ট ব্যাট করার সুযোগ করে দিয়েছে এটা আপনারা যারা কাছ থেকে দেখেছেন তারাই বুঝবেন। এরা প্রচণ্ড পরিমাণে ব্যাট করেছে। আর আজকে কিন্তু ৯, ১০, ১১ নাম্বারের ব্যাটসম্যানরা মিলেই ৫০ রান করেছে। তারাই আসলে আজকের ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।’

বিজ্ঞাপন

টাইগারদের শিকার

কিন্তু সুযোগটা তো সাব্বির-নাসিরেরও ছিল। বিশেষ করে যে পরিস্থিতিতে দুজন ক্রিজে ছিলেন, চাপ না নিয়ে আত্মবিশ্বাস ঝালাই করারও একটা সুযোগ ছিল। কেউই তা কাজে লাগাতে পারেননি। তামিম, মনে করিয়ে দিচ্ছেন, সাব্বিরের আউট দুর্ভাগ্যজনক।

‘আজকে তাদের সামনে একটা সুযোগ ছিলো। আমার কাছে মনে হয়, সাব্বির আসলে দুর্ভাগা। কারণ অসাধারণ ক্যাচ ছিলো তার। তার শটে (আউট হওয়া শট) আমি খারাপ কিছুই দেখিনি। নাসির হয়তো হতাশ। পরের ম্যাচগুলোতে হয়তো রান পাবে এবং নিজের আত্মবিশ্বাস ফিরে পাবে।’

বিজ্ঞাপন

তামিমের সংবাদ সম্মেলন

ওভাবে না হলেও এনামুল হক বিজয়ও আজ রান করে জায়গাটা পোক্ত করার সুযোগ হারিয়েছেন। তামিম অবশ্য বিজয়কে আরেকটু সময় দেওয়ার পক্ষপাতী, ‘আমার কাছে মনে হয় ওর আজকের ম্যাচটা বাদ দিলে বাকি দুইটি ম্যাচ ভালোই লেগেছে। ব্যক্তিগতভাবে মনে হয় সে বড় রান করার খুব কাছেই আছে। আর সত্যি কথা বলতে শ্রীলঙ্কার বিপক্ষে সে আমার উপর থেকে অনেকখানি চাপ সরিয়ে নিয়েছে। আর এই পরিস্থিতিতে এটা যদিও যথেষ্ট নয় তবে আমি মনে করি সে ভালো করবে।’

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন