বিজ্ঞাপন

নওফেলের প্রশ্ন, পুঁজিবাজার ওভার সেনসিটিভ কেন?

March 30, 2019 | 11:17 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: পুঁজিবাজার ওভার সেনসিটিভ কেন তা জানতে চেয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। একই সঙ্গে তিনি এই সমস্যার সমাধানও জানতে চেয়েছেন। এছাড়া, পুঁজিবাজারে অসৎ বিনিয়োগকারীদের প্রতিষ্ঠানকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি চান বলে জানান তিনি। সমস্যা সমাধানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সক্ষমতা বাড়ানোর কথাও বলেছেন শিক্ষা উপমন্ত্রী।

বিজ্ঞাপন

শনিবার (৩০ মার্চ) দুপুরে বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নওফেল। চট্টগ্রামের কাজির দেওড়িতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’ এর অংশ হিসেবে এ কনফারেন্স আয়োজন করে বিএসইসি।

শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, ‘পুঁজিবাজারে দেশের অনেকেই আসেন তাদের সঞ্চয়, ক্ষুদ্র পুঁজি নিয়ে, এমনকি ধার করেও। তারা একটি মহৎ উদ্দেশ্য নিয়েই আসেন। কিন্তু তাদের কাছ থেকে যারা বিনিয়োগ নিতে চান তাদের উদ্দেশ্য কতটুকু মহৎ, সেটা দেখার দায়িত্ব বিএসইসির। যারা বিনিয়োগ সংগ্রহে আসেন তাদের ব্যবসায়িক যোগ্যতা কতটুকু সেটা অবশ্যই কমিশনকে দেখতে হবে। পুঁজি বিনিয়োগ করে কেউই সর্বস্বান্ত হতে চায় না। যারা খারাপ উদ্দেশ্য নিয়ে জনগণের অর্থ, বিনিয়োগ সংগ্রহ করেন তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়াটা সবার দাবি। এই ব্যবস্থা কমিশনকেই করতে হবে।’

বিজ্ঞাপন

নওফেল আরও বলেন, ‘ আমরা ফড়িয়া ব্যবসায়ী, বিনিয়োগকারী, বিনিয়োগ সংগ্রহকারী চাই না। আমরা চাই দক্ষ বিনিয়োগকারী, দক্ষ বিনিয়োগ সংগ্রহকারী এবং দক্ষ পুঁজি সংগ্রহকারী। চাই এই খাতের দক্ষ ব্যবসায়ী, যারা সুশাসনে বিশ্বাস করেন। পুঁজি বিনিয়োগকারীদের পাশাপাশি পুঁজি সংগ্রহকারীর উদ্দেশ্যও যেন সৎ হয়। সাধারণ মানুষের পুঁজি নিয়ে নিজের দুর্বল প্রতিষ্ঠানকে সবল করার জন্য যারা আসেন তাদের দিকে নজর রাখতে হবে। সেই মানসিকতাও যেন আমাদের পুঁজি সংগ্রহকারীদের মধ্যে না আসে।’

কমিশনের আইন প্রয়োগের সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়ে উপমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ব্যাংক, গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিএসইসিকে তাদের সক্ষমতা বাড়াতে হবে। আমরা কমিশনকে পুঁজিবাজারের একজন কঠোর নিয়ন্ত্রক হিসেবে দেখতে চাই। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের সুনির্দিষ্ট দায়িত্ব আছে। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা কমিশনের দায়িত্ব।’

রাজনীতিবিদ এবং জনপ্রতিনিধিদের মতো সরকারী সংস্থাগুলোকেও জনগণের কাছে জবাবদিহিতার আওতাতে আসার পক্ষে মত দিয়েছেন নওফেল।

বিজ্ঞাপন

এই বিষয়ে তিনি বলেন, আমরা জনগণের কাছে অবশ্যই জবাবদিহি করব। কিন্তু রাজনীতিবিদদের মতো আমাদের প্রতিষ্ঠানগুলোকেও জনগণের কাছে জবাব দিতে হবে। আমরা জনগণের রায়কে ক্ষমতার দৃষ্টিতে দেখি না, দায়িত্বের দৃষ্টিতে দেখি। তেমনিভাবে আমাদের প্রতিষ্ঠানগুলোর দায়িত্বে যারা আছেন, তাদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে।

বিএসইসি’র চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএসইসি’র কমিশনার প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী, ড. স্বপন কুমার বালা এবং খন্দকার কামালুজ্জামান।

সারাবাংলা/আরডি/এসবি

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন