বিজ্ঞাপন

জরিমানার প্রতিবাদে বন্ধ আড়াই হাজার ফার্মেসি

December 4, 2017 | 10:18 am

সারাবাংলা প্রতিবেদক

বিজ্ঞাপন

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ওষুধ প্রশাসনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে প্রতিবাদ জানিয়েছে বন্দর নগরী চট্টগ্রামের ওষুধ ব্যবসায়ীরা। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

সোমবার সকাল থেকে নগরীর প্রায় আড়াই হাজার পাইকারি ও খুচরা ওষুধ বিক্রেতা একযোগে দোকান বন্ধ রেখেছেন।

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতারা জানান, র‌্যাব এবং ওষুধ প্রশাসন অধিদফতর রোববার বহদ্দারহাটের হক মার্কেটে যৌথভাবে অভিযান চালায়। অভিযানে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়। ব্যবসায়ীদের দাবি, হয়রানিমূলকভাবে এই জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাশের এলাকা ছাড়া নগরীর অন্যান্য ওষুধের দোকান ২৪ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এটি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন