বিজ্ঞাপন

সাধারণ শিক্ষার্থী জড়িত থাকলে পদত্যাগ করব: ঢাবি ছাত্রলীগ সভাপতি

January 24, 2018 | 12:54 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

মঙ্গলবার ভিসি কার্যালয়ে ভাংচুরের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ কোনো ছাত্র জড়িত থাকলে ছাত্রলীগ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ হাসান।

আবিদ বলেন, সাধারণ শিক্ষার্থীরা কেউ ভিসিকে অবরুদ্ধ বা ভিসি কার্যালয় ভাংচুর করতে পারে না। যারা এসব করেছেন তারা কেউ ক্যাম্পাসের নয়। তাদের বেশিরভাগই বহিরাগত ছিল।

বুধবার দুপুর ১২টায় ঢাবি ভিসি কার্যালয়ের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রতিবাদ সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করে বলেন, ২৩ জানুয়ারি মঙ্গলবার সাধারণ শিক্ষার্থীদের নামে ছাত্র ইউনিয়নের লিটন নন্দী ও তার অনুসারীরা, ছাত্রদল ও শিবিরের সন্ত্রাসীরা মিলে ভিসি কার্যালয় ভাংচুর করে।

প্রতিবাদ সভায় আবিদ হাসান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে কোন ধরণের সন্ত্রাসী কার্যক্রম চলতে দেয়া হবে না। সাধারণ শিক্ষার্থীদের নামে কেউ ভিসিকে অপমান করতে পারে না। সাধারণ শিক্ষার্থীদের দাবি, ভিসি স্যারকে যারা অপমান করেছেন তাদের শাস্তির আওতায় আনতে হবে।

আর যারা ক্যাম্পাসের হয়েও লিটন নন্দিদের সাথে হাত মিলিয়ে তাণ্ডব চালিয়েছে তাদের ক্যাম্পাস থেকে বহিষ্কার করতে হবে। এ দাবি এখন এক দফা এক দাবিতে পরিণত হয়েছে। তাদের অপকর্ম যেখানেই দেখা যাবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও জানান আবিদ।

বিজ্ঞাপন

সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাস শান্তিপূর্ণ রাখা হবে বলে জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি আবিদ হাসান।

সারাবাংলা/ইউজে/টিএম/জেএএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন