বিজ্ঞাপন

নির্বাচকদের বিশ্বকাপ ভাবনায় নেই তাসকিন

April 4, 2019 | 4:33 pm

মহিবুর রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। আজ থেকে ঠিক ৫৪ দিন পরে লন্ডনের কেনিংটন ওভালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর। ক্রিকেটের মহাযজ্ঞটিকে সামনে রেখে প্রথম দল হিসেবে ইতোমধ্যেই স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের স্কোয়াড ঘোষণার সময়ও ঘনিয়ে এসেছে। কিন্তু তার আগেই জানা গেল এবারের টাইগার স্কোয়াডে জায়গা হচ্ছে না, গতি তারকা তাসকিন আহমেদের।

বিজ্ঞাপন

মর্মান্তিক ব্যাপার হলো নির্বাচকদের ভাবনায়ই নেই গেল বিশ্বকাপে কাঁপন ধরানো এই টাইগার পেসার। এমনকি স্ট্যান্ডবাই হিসেবেও নাকি তাকে রাখা হচ্ছে না! আর এর অন্যতম প্রধান কারণ হলো তাসকিনের ইনজুরি। অভিশপ্ত ইনজুরিই তাসকিনের স্বপ্নের বিশ্বকাপ যাত্রায় বাঁধ সাধছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সারাবাংলা.নেটকে এ তথ্য দিলেন বাংলাদেশ ক্রিকেটের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

নান্নুর ভাষ্যমতে, ‘তাসকিন তো মাঠেই নামেনি এখনো। তার স্কিল ফিটনেস কতদূর আমরা কিছুই জানি না। একটা ইনজুরড প্লেয়ারকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারছি না, যতক্ষণ সে মাঠে না নামে।’

বিজ্ঞাপন

নান্নুকে অবগত করা হলো, তাসকিন ইনজুরি থেকে সেরে উঠেছে। আজ থেকে তিনি বোলিংও শুরু করেছেন। সবকিছু ঠিক থাকলে ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরের সুপার লিগ থেকে খেলা শুরু করবেন। কথা শেষ না হতেই নান্নুর পাল্টা যুক্তি, ‘এখানে বোলিং করা ও বিশ্বকাপে বোলিং করার মধ্যে তফাৎ আছে।’

গত বছরের প্রায় পুরোটা সময় চোটের সঙ্গে বসবাস করা তাসকিন শেষবারের মতো ইনজুরিতে পড়েন বিপিএল ষষ্ঠ আসরে। অর্থাৎ চলতি বছরের শুরুতেই। চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে গোঁড়ালিতে চোট পান। সেই চোট তাকে প্রায় তিন মাসের জন্য মাঠের বাইরে ঠেলে দিয়েছে। ফলে নিউজিল্যান্ড সফরে স্কোয়াডে থেকেও ছিটকে যান ২৩ বছর বয়সী এই স্পিড স্টার। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ধাপের ম্যাচগুলোতেও খেলতে পারছেন না।

তবে তাসকিনের অবস্থার উন্নতি হয়েছে। দুই মাস ১৫ দিন পর আজ প্রথম বোলিং সেশন করলেন মিরপুর ক্রিকেট একাডেমি মাঠে। অবশ্য ফুল ইন্টেনসিটিতে নয়। শর্ট রানআপে ৩০টি ডেলিভারি দিয়েছেন। তাতে কোনো অসুবিধা অনুভব করেননি। ফিজিওরা আশ্বস্ত করেছেন সুপার লিগ থেকেই তিনি খেলতে পারবেন।

বিজ্ঞাপন

তাসকিন জানালেন, ‘ভালো লাগছে যে, বোলিং সেশন শেষ করতে পারলাম আজকে, প্রায় সোয়া দুই মাস পরে। ফিজিও শাওন ভাইয়ের আন্ডারে বর্তমানে আছি আমি। বায়েজিদ ভাই, দেবাশীষ স্যারও দেখেছেন। ফিটনেস টেস্টে পাশ করেছি, এখন বোলিংও শুরু করলাম আজকে। ৩০টা বল করলাম শর্ট রানআপে। সৃষ্টিকর্তা চাইলে পুরো ইনটেনসিটি সামনে আরও বাড়তে থাকবে। আশা করছি সুপার লিগ থেকে খেলবো।’

টাইগারদের বিশ্বকাপ নিয়ে সম্প্রতি যে গুঞ্জন শুরু হয়েছে সেখানে ইয়াসির আলী রাব্বির নামও বেশ উচ্চকিত। একজন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে এই মিডল অর্ডারকে নাকি চূড়ান্ত স্কোয়াডে রাখা হবে। সেই সম্ভাবনাও উড়িয়ে দিলেন নান্নু, ‘না না। কে বলেছে এটা? আমরা এখনো দল নিয়ে মিটিংই করিনি।’

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

** ছুটিতে পাঁচ কোচ, বিপাকে টাইগাররা

বিজ্ঞাপন

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন