বিজ্ঞাপন

চবির শাটল ট্রেনের জন্য প্রশাসনের ১০ নির্দেশনা

April 9, 2019 | 7:27 pm

চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের বহনের জন্য ব্যবহৃত শাটল ট্রেনে বহিরাগত যাত্রী ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের নিরাপত্তা বিষয়ে ১০টি নির্দেশনা দেয় চবি প্রশাসন।

সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন সারাবাংলকে বলেন, বহিরাগত যাত্রী ঠেকাতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয় সাধারন শিক্ষার্থীদের চলাফেরায়ও সুবিধা হবে।

নির্দেশনায় বলা হয়েছে, শাটল ট্রেন বিশ্ববিদ্যালয় কর্তৃক ভাড়ায় পরিচালিত, শিক্ষার্থী ব্যতিত অন্যদের এ ট্রেনে আরোহন নিষেধ। তাই অবৈধভাবে কেউ এতে ভ্রমণ করলে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে। এছাড়া ট্রেনের ছাদ, ইঞ্জিন এবং দরজায় বসা নিষেধ, চলন্ত অবস্থায় ট্রেনে ওঠা-নামা নিষেধ, শাটল ট্রেনে আসন সংরক্ষণ ও মালমাল বহন নিষেধ, ট্রেনে ধূমপান করা দণ্ডনীয় অপরাধ, রাষ্ট্রীয় সম্পদ শাটল ট্রেন পরিচ্ছন্ন রাখা, ক্ষতি না করা ও এর যত্ন নেওয়া।

বিজ্ঞাপন

ট্রেন ভ্রমণ বা ট্রেন সংক্রান্ত যে কোনো অভিযোগ জিরোপয়েন্টে রাখা বক্সে জমা দিতেও বলা হয়েছে।

সারাবাংল/সিসি/এসএমএন

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন