বিজ্ঞাপন

স্থগিত হওয়া হকি নির্বাচন ২৫ এপ্রিলের মধ্যে

April 9, 2019 | 7:20 pm

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।

ঢাকা: এক ভোটারের বৈধতার প্রশ্নে আদালতের রিটের উপর স্থগিত হওয়া হকি নির্বাচন চলতি মাসের ২৫ এপ্রিলের মধ্যে নেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংশ্লিষ্টসূত্র মতে, শুধু ভোটার তারেক আদেলের ভোটাধিকার স্থগিত করা হয়েছে। নির্বাচনের জন্য আগামী বৃহস্পতিবারের মধ্যে পুনঃ তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

এ বিষয়ে মঙ্গলবার নির্বাচন কমিশন সভা করেছে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি)। সেখানে ২৫ তারিখের মধ্যে নির্বাচন নেয়ার নীতিগত সিদ্ধান্ত হয়। সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ২৪ এপ্রিল। এবং বৃহস্পতিবার পুন: তফসিল ঘোষণা দেয়ার সিদ্ধান্তও নেয়া হয়েছে প্রাথমিকভাবে।

বিজ্ঞাপন

এর আগে ৮ এপ্রিল নির্বাচনের তারিখ চূড়ান্ত রেখে ৪ এপ্রিল তা স্থগিত করে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। ৪ এপ্রিল প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের সময় ছিল। এর মধ্যে প্রথম বিভাগের ক্লাব শিশু-কিশোর সংঘের কাউন্সিলর তারেক আহমেদ আদেলের বৈধতা নিয়ে একই সংগঠনের মো. সিকান্দার হায়াত আদালতে মামলা করেন। আদালত ওই কাউন্সিলরকে বাদ দেয়ার নির্দেশ দেন।

তবে জাতীয় ক্রীড়া পরিষদ পুরো নির্বাচন প্রক্রিয়াই স্থগিত ঘোষণা করে। এ সিদ্ধান্ত নিয়ে গত কয়েকদিন ধরেই হকি পাড়া গরম হয়ে আছে। তারই মধ্যে এপ্রিলের মধ্যেই নির্বাচন নেয়ার নীতিগত সিদ্ধান্ত এসেছে এনএসসি থেকে।

যার ফলে ভোটার তালিকা থেকে বাদ গেলো তারেক আহমেদ আদেলের নাম। বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচনে (বাহফে) এখন ভোটার থাকছেন ৮৪ জন। মোট ৮৬ ভোটারের মধ্যে সর্বশেষ নির্বাচিত সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বেঁচে নেই। আপত্তিতে বাদ পড়েছেন রংপুর বিভাগের ভোটারও।

বিজ্ঞাপন

এর আগেও বন্যার কারণ দেখিয়ে নির্বাচন স্থগিত করেছিল ক্রীড়া সর্বোচ্চ অভিভাবক। বাহফের সবশেষ নির্বাচন হয়েছিল ২০১৩ সালে।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন