বিজ্ঞাপন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জমা পড়েছে ৭৪টি ছবি

April 10, 2019 | 5:40 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

চলচ্চিত্র নির্মাণকে উৎসাহ প্রদান করার জন্য দেয়া হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেই ধারাবাহিকতায় ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য সিনেমা আহ্বান করে তথ্য মন্ত্রণালয়। দুই সাল মিলিয়ে মোট ৭৪টি ছবি জমা পড়েছে  জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ২৮টি শাখায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য।

বিজ্ঞাপন

এরমধ্যে ৩৫টি ছবি ২০১৭ সালে এবং ৩৯টি ছবি জমা পড়েছে ২০১৮ সালের জন্য। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডের সদস্য নিজামূল কবীর।

গত ফেব্রুয়ারিতে তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে চলচ্চিত্র আহ্বান করে তথ্য মন্ত্রণালয়। মার্চের ৭ তারিখ ছিল চলচ্চিত্র জমাদানের শেষ দিন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার নীতিমালা অনুযায়ী, চলচ্চিত্র জমাদানের শেষ তারিখের পরবর্তী দুই মাসের মধ্যে শিল্পী ও কলাকুশলীদের নাম সুপারিশ করে প্রতিবেদন জমা দিতে হয় তথ্য মন্ত্রণালয়ে। কিন্তু দুই মাসের মধ্যে দুই বছরের জন্য জমা পড়া সব ছবি দেখা হবে না বলে জানিয়েছেন নিজামূল কবীর।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘যদি প্রতিদিন একটি করেও ছবি দেখি তাহলে দুই মাসেও শেষ হবে না। এ কারণে সচিব মহোদয় বরাবর আবেদন করেছি সময় বাড়ানোর জন্য। যদিও এখন পর্যন্ত বাড়তি সময়ের অনুমোদন পাইনি। আমার বিশ্বাস বাস্তবতার আলোকে তথ্য মন্ত্রণালয় আমাদের বাড়তি সময় দেবে।’

সময় বাড়ানো প্রসঙ্গে জুরিবোর্ডের অন্যতম সদস্য চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘এবার প্রচুর ছবি। সময় বেশি লাগবে। এক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের কাছে সময় চাইলে সময় বাড়িয়ে দেয়। আশা করছি এবার বাড়তি সময় পাওয়া যাবে।’

এদিকে প্রতি বছরের মতো এবার কাকে আজীবন সম্মাননা দেয়া হবে- জানতে চাইলে নিজামূল কবীল বলেন, ‘আমরা জুরিবোর্ডের সদস্যরা ছবি দেখা শেষ করার পর সবাই মিলে নাম প্রস্তাব করব। প্রতি বছর জুরি বোর্ডের পক্ষ থেকে দুই জনের নাম প্রস্তাব করা হয়। সেখান থেকে মন্ত্রণালয় থেকে বাকি সিদ্ধান্ত নেয়া হয়। তবে এখনো আজীবন সম্মাননা নিয়ে প্রাথমিক কোনো আলোচনা হয়নি আমাদের ভেতর।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএসও/পিএ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন