বিজ্ঞাপন

এখনই রাজনীতি নয়- বললেন সোহেল তাজ

December 4, 2017 | 11:39 am

সারাবাংলা প্রতিবেদক

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে আলোচনা হতে পারে তবে এখনই রাজনীতিতে আসার ইচ্ছা নেই বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ।

সোমবার দুপুরে কাপাসিয়ার দরদরিয়া এলাকায় সৈয়দা জোহরা তাজউদ্দীন ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যকার্ড বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের আয়োজন করে কাপাসিয়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। এতে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক লাজু শামসাদ। বক্তব্য রাখেন সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার, পরিচালক ডা. মোহাম্মদ শরীফ, জেলা সিভিল সার্জন সৈয়দ মো. মঞ্জুরুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদুল ইসলাম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ১৮শ’ গর্ভবতী মায়ের হাতে স্বাস্থ্য কার্ড তুলে দেওয়া হয়।

তিনি আরও বলেন, আমি কাপাসিয়ার সন্তান, এখানে মায়ের নামে প্রতিষ্ঠিত ক্লিনিকের মহতি এ উদ্যোগে অংশ নিতে এসেছি। আমি আশা করি, কাপাসিয়ার নতুন প্রজন্ম নীতি এবং আদর্শকে বুকে ধারণ করে প্রতিটি পদক্ষেপ নেবে।

১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এটি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন