বিজ্ঞাপন

গ্যাসের দাম বাড়লেও ব্যবসায়ীদের ক্ষতি হবে না: নসরুল হামিদ

April 12, 2019 | 3:30 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: গ্যাসের দাম বাড়লেও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাজধানীর মতিঝিলের ঢাকা চেম্বারে আয়োজিত ‘জ্বালানির মূল্য বৃদ্ধি: শিল্পায়নে প্রভাব’ শীর্ষক সেমিনারে প্রতিমন্ত্রী এ কথা জানান।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, ‘গ্যাসের দাম বাড়ছে। তবে এটি বাড়ানো নয়, দাম সমন্বয় করতে হচ্ছে। এতে করে ব্যবসায়ীদের কোনো ক্ষতি হবে না। তারপরও যদি সমস্যা হয় সরকার তা দেখবে। দেড় বছর আগে আমরা বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বসেছিলাম। তখনই গ্যাসের দাম সমন্বয়ের কথা জানিয়েছিলাম। আগামী পাঁচ বছর পর্যায়ক্রমে দাম সমন্বয় করতে হবে।’

আমরা ৯ টাকার গ্যাস ৬ টাকায় দিচ্ছি উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রে দুই টাকা ইউনিটে বিদ্যুৎ বিক্রি করছি। অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলে প্রায় ৮০ লাখ গ্রাহককে দুই টাকায় বিদ্যুৎ দিচ্ছে সরকার। এতে করে গ্রামীণ অর্থনীতি এগিয়ে যাচ্ছে। আর বছরে জ্বালানি খাতে প্রায় ৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে।’

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (ডিসিসিআই) এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি ওসামা তাসীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি ইমরান আহমেদ, বুয়েটের অধ্যাপক ড. ইজাজ হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

এতে মূল প্রবন্ধ উপস্থান করেন জ্বালানি বিভাগের সাবেক সচিব এম ফখরুল কবির খান।

সারাবাংলা/ইএইচটি/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন