বিজ্ঞাপন

ছবিতে মঙ্গল শোভাযাত্রা

April 14, 2019 | 4:40 pm

বঙ্গাব্দ ১৪২৬-এর প্রথম দিন। সকাল থেকেই মানুষের স্রোত এসে জড়ো হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। টিএসসি, কার্জন হল ধরে মিছিল করে আসা এসব মানুষের উদ্দেশ্য বাংলা বছরকে বরণ করে নেওয়া। হাসি আর গানে মঙ্গল শোভাযাত্রায় সামিল হয়ে দেশের সামষ্ঠিক সুখ ও সমৃদ্ধি কামনা করা। জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে শুরু হওয়া এই নবযাত্রার প্রথম দিনটিকে ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান

বিজ্ঞাপন

মঙ্গল শোভাযাত্রায় প্রতিবারের মতো এবারও ছিলো পেঁচার শিল্পকর্ম

‘একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল…’— বাল্যশিক্ষার বইয়ে পড়া অকৃতজ্ঞ বাঘ আর উপকারী বকের সেই গল্প ফিরে এলো মঙ্গল শোভাযাত্রায়

মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে নেওয়া হয়েছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

নাগরিক আনন্দে নিরাপত্তার বলয়

বাহারি মুখোশের ভিড়, ফাঁকে ফাঁকে মানুষের মুখ

কেবল পোশাক নয়, শরীরেও নববর্ষের ছোঁয়া

মঙ্গল শোভাযাত্রায় নেমেছিল মানুষের ঢল

‘হে নূতন, দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ’- শোভাযাত্রায় আসা এই শিশু যেন রবী ঠাকুরের কবিতা মনে করিয়ে দেয়

 

শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও

দুই প্রজন্মের বর্ষবরণ

সার্বজনীন উৎসবে ঘুচে যায় দেশ-কালের বিভাজন

সারাবাংলা/টিএস

বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন