বিজ্ঞাপন

আমবাগানে পুলিশ ঠেকাতে রাষ্ট্রপক্ষের আবেদন

April 15, 2019 | 8:45 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজশাহীসহ দেশের বড় বড় আমবাগানে কেমিক্যাল ব্যবহার রোধে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার (১৫ এপ্রিল) আপিল বিভাগে এই আবেদন করা হয়।

বিজ্ঞাপন

সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম জানিয়েছেন, আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) চেম্বার আদালতে এ বিষয়ে শুনানি হবে বলেও তিনি জানান।

আবেদনে আমবাগানে পুলিশ মোতায়েন সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়া হয়েছে।

এর আগে, গত ৯ এপ্রিল রাজশাহীসহ দেশের আমবাগানগুলোতে কেমিক্যাল ব্যবহার রোধে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের নির্দেশ দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ। রাজশাহীর বিভাগীয় কমিশনার ও রাজশাহী রেঞ্জের ডিআইজিকে ৭ দিনের মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।

বিজ্ঞাপন

একইসঙ্গে ফলের বাজার ও গুদামগুলোতে যেন আমে কেমিক্যাল ব্যবহার করতে না পারে সেই জন্য পর্যবেক্ষণ টিম গঠন করতে বলা হয়েছে। পুলিশের আইজি, বিএসটিআইয়ের চেয়ারম্যান, র‌্যাবের মহাপরিচালক এ আদেশ বাস্তবায়ন করে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।

আদালতে রিটের পক্ষে ওইদিন শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

আরও পড়ুন
আম বাগানে পুলিশি পাহারার নির্দেশ হাইকোর্টের
নিরাপদ আম নিয়ে হাইকোর্টের আদেশ পৌঁছেনি সংশ্লিষ্টদের কাছে

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডকে/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন