বিজ্ঞাপন

কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল বাংলাদেশি যুবারা

January 26, 2018 | 11:04 am

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে হেরে বিদায় নিল বাংলাদেশি যুবারা। শুরুতে ব্যাট করে ২৬৫ রানের টার্গেট দেয় ভারত, জবাবে ১৩৪ রানে অলআউট হলে ১৩১ রানের বিশাল ব্যবধানে হারতে হয় সাইফদের।

প্রথম ইনিংসে ব্যাট করা ভারতের দেয়া ২৬৫ রানের জবাবে জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৮৫ রানেই হারায় ৫ উইকেট, এরপর বাকি ৫ উইকেট হারিয়ে ১৩৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

বাংলাদেশের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করেন পিনাক ঘোষ। আফিফ হোসেন ১৮, রবিউল হক ১৪, মোহাম্মদ নাইম ১২ ও অধিনায়ক সাইফ হাসান করেন ১২ রান।

বিজ্ঞাপন

ভারতের পক্ষে কমলেশ নাগকোতি ৩ উইকেট তোলেন। শীভম মাভি ও অভিষেক শর্মা ২টি করে এবং অনুকুল রায় পান ১টি উইকেট।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৬ রানে প্রথম উইকেট হারালেও, শুভমান গিলের ৮৬ ও অভিষেক শর্মার ৫০ রানে ২৬৫ রান তোলে ভারতীয় দল। পৃথ্বী শ ৪০, হারভিক দেসাই ৩৪ ও রিয়ান পরাগ ১৫ রান করেন। ৪৯.২ ওভারে অলআউট হওয়ার আগে ২৬৫ রানের টার্গেট ছুঁড়ে দেয় বাংলাদেশি যুবাদের।

বাংলাদেশের পক্ষে কাজী অনিক সর্বোচ্চ ৩ টি উইকেট তোলেন। নাঈম হাসান ও সাইফ হাসান ২টি করে উইকেট পান। হাসান মাহমুদ ও রবিউল হক পান বাকি দুইটি উইকেট।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন/ এএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন