বিজ্ঞাপন

কুষ্টিয়ায় ব্যবসায়ী হত্যা মামলায় খালাতো ভাইয়ের মৃত্যুদণ্ড

April 17, 2019 | 2:56 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

কুষ্টিয়া: কুষ্টিয়ায় ফল ব্যবসায়ী রবিউলকে হত্যার দায়ে নূর আলম (৩০) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে বিচারক অরুপ কুমার গোস্বামী এই দণ্ড দেন।

দণ্ড পাওয়া নূর আলম মাদারীপুর জেলার রাজৈর থানার শংকরদি গ্রামের বাসিন্দা। নিহত ফল ব্যবসায়ী রবিউল ইসলাম ও নূর আলম সম্পর্কে আপন খালাতো ভাই। চৌড়হাঁস মোড় এলাকায় মামা-ভাগ্নে নামে একটি ফলের দোকান ছিল তাদের।

বিজ্ঞাপন

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৭ সালের ২০ জুন কুষ্টিয়ার চৌড়হাঁস মোড় এলাকায় নিহত ফল ব্যবসায়ীর রবিউলের ফলের দোকানের পিছনে থাকা একটি ড্রামের ভেতর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী বন্যা আক্তার বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় দেন।

রায় ঘোষণার সময় নূর আলম আদালতে উপস্থিত ছিলেন। এই মামলায় টিপু মন্ডল নামে আরেক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন