বিজ্ঞাপন

এপ্রিলের শেষে ইন্টারনেটের ধীরগতির সমস্যায় পড়ছেন গ্রাহকরা

April 18, 2019 | 4:44 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের প্রথম সাবমেরিন ক্যাবল মেরামতের কাজ শুরু হলে এপ্রিলের শেষ দিকে ইন্টারনেটের ধীরগতির সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। ২০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ওই  সংস্কার কাজের সময় এ সমস্যা হতে পারে।

বিজ্ঞাপন

বুধবার (১৭ এপ্রিল) বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে ‘সি-মি-উই-৪’ এর প্রথম ও তৃতীয় রিপিটার প্রতিস্থাপনের কাজ চলবে। তবে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (সি-মি-উই-৫) এবং আইটিসি (ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল) অপারেটরদের সার্কিট চালু থাকায় আন্তর্জাতিক ভয়েস, ডেটা ও ইন্টারনেট সার্ভিসে উল্লেখযোগ্য কোনো সমস্যা হবে না বলে মনে করছে বিএসসিসিএল।

তবে এরই মধ্যে সংশ্লিষ্ট আইজিডব্লিউ এবং অন্যান্য টেলিকম সংস্থাকে বিএসসিসিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে আন্তর্জাতিক সার্কিট চালু রাখার ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে ইন্টারনেট গ্রাহকরা সাময়িকভাবে কিছু কিছু ক্ষেত্রে ইন্টারনেটের সামান্য ক্ষতির সম্মুখীন হতে পারেন। এসময়ে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে বিএসসিসিএল।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন