বিজ্ঞাপন

ম্যারাডোনার উত্তরসূরিদের বধ করে সেমিতে আর্সেনাল

April 19, 2019 | 6:51 am

স্পোর্টস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বেই বিদায়ের পর নাপোলি বিদায় নিলো ইউরোপা লিগের শেষ আট থেকেও। ম্যারাডোনার শিষ্যদের হারিয়েই লিগের সেমি ফাইনালে উঠে গেছে ইংলিশ ক্লাব আর্সেনাল।

এর আগে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ২-০ গোল ব্যবধানে জয় তুলে নিয়েছিল উনাই এমিরির শিষ্যরা। কার্লো আনচেলত্তির নাপোলির চ্যালেঞ্জটা ছিল নিজেদের ফিরতি লেগ স্তাদিও সান পাওলো স্টেডিয়ামে
জিতে সেমিতে পা রাখা।

বিজ্ঞাপন

জয়তো দূরের কথা অ্যাওয়ে ম্যাচে নাপোলি বধ করে ফিরেছে গানার্সরা।

৩৬ মিনিটের মাথায় ডি বক্সের বেশ দূরে ফ্রি-কিক পায় আর্সেনাল। মিডফিল্ডার আলেকজান্দ্রে লাকাজেতের বুলেট শটে পরাস্ত হয় নাপোলি গোলরক্ষক আলেক্স মেরেট। রকেট শট বোঝার আগেই জালে জড়ান ফ্রেন্সম্যান লাকাজেত।

ততক্ষণে ব্যবধান হয়ে যায় ৩-০। জিততে হলে নাপোলিকে করতে হতো এক হালি গোল। একটিও শোধ করে পারেনি। তাই হারের স্বাদ নিয়েই বিদায় নিতে হয়েছে ইউরোপা লিগের শেষ আট থেকে।

বিজ্ঞাপন

এদিকে দ্বিতীয় লেগে বেনফিকাকে ২-০ ব্যবধানে হারিয়ে সেমিতে পা রেখেছে এইনট্রেক্ট ফ্রাঙ্কফুর্ট। দুই লেগ মিলিয়ে ৪-৪ ব্যবধান হওয়ায় অ্যাওয়ে ম্যাচে গোলে সুবাদে সেমি ফাইনালে চলে যায় জার্মানির ক্লাবটি। অপরদিকে শেষ চারে উঠে গেছে ভ্যালেন্সিয়াও। ভিয়ারিয়ালকে ২-০ ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ ক্লাবটি। সঙ্গে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে সেমিতে পা রেখেছে ভ্যালেন্সিয়া।

ইউরোপা লিগের সেমিতে আর্সেনালকে পেলো ভ্যালেন্সিয়া। অন্যদিকে চেলসিকে ফ্রাঙ্কফুর্ট। ৩ মে ম্যাচ দুটি মাঠে গড়াবে।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন