বিজ্ঞাপন

‘দলে থাকা মানেই ইমরুল খেলছেন, বার্তাটা ভুল’

January 26, 2018 | 6:20 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

হুট করেই কাল জেনেছেন, ফাইনালের আগে ওয়ানডের ১৬ জনের দলে আছে। ইমরুল কায়েস এনামুল হক বিজয়ের জায়গায় একাদশে ঢুকে যাবেন কি না, এ নিয়েও জল্পনা শুরু হয়ে গেল। মাশরাফি বিন মুর্তজা অবশ্য কোনো গুঞ্জনের পালে হাওয়া দিলেন না। ইমরুল আসা মানেই একাদশে খেলছেন, এমন বার্তাও উড়িয়ে দিলেন।

আজ শুক্রবার সকালে একাডেমি মাঠে দলের সঙ্গে আলাদা করেই অনুশীলন করেছেন ইমরুল। ব্যাটিং অবশ্য বিজয়ও করেছেন আজ, যেমন করেছেন একাদশের বাইরে থাকা মিঠুন-মিরাজরাও। কিন্তু ইমরুল ব্যাটিং করেছেন বলেই একাদশে থাকার গুঞ্জন আরও প্রবল হলো। তবে মাশরাফি সেটা স্বীকার করলেন না।

‘ইমরুল আসছে তার মানে এই না ও খেলবে। এটা নিয়ে অবভিয়াসলি এখনো আলোচনা হয়নি। হয়তো বা চিন্তা করছি, এখনো ওপেনিংয়ে কে ভালো করতে পারে তামিমের সাথে। সেটা নিয়ে অবশ্যই আলোচনা আছে।’

বিজ্ঞাপন

আজ অনুশীলন করলেও বিজয়ের মুখে হাসিটা একটু মলিন। মাশরাফিও বললেন, বিজয় ঠিক সন্তুষ্ট নন, ‘বিজয় চারটা ম্যাচ খেলেছে। তবে এটা ঠিক, ও নিজের জন্য যে প্রত্যাশা নিয়ে খেলতে চেয়েছিল, সেও কিছুটা আনহ্যাপি। সেও আরও বেশি কন্ট্রিবিউট করতে চেয়েছিল।’

তারপর আবার মনে করিয়ে দিলেন, তার মানে বিজয় থাকছেন না ব্যাপারটা এমন নয়,‘তবে এর মানে ওকে বাদ দিয়ে আমরা চিন্তা করছি ব্যাপারটা তা না। ইমরুল এসেছেন, মিঠুন এসেছে। দেখা যাক, এখনো আলোচনা হয়নি। তবে বার্তাটা এরকম না, ইমরুল আসা মানে ইমরুলই খেলবে।’

মাশরাফির শেষ কথায় হয়তো একটু আশার আলো দেখতে পারেন বিজয়!

বিজ্ঞাপন

সারাবাংলা/ এএম/জেএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন