বিজ্ঞাপন

শাহজালালে ইউএস-বাংলার বিমান থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার

April 20, 2019 | 6:49 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১৪ ফ্লাইটের টয়লেট থেকে ১৪ কেজি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ এপ্রিল) বিকেলে শুল্ক গোয়েন্দারা এসব স্বর্ণ উদ্ধার করে।

বিজ্ঞাপন

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল সাড়ে ৪টায় ব্যাংকক থেকে আসা ইউএস বাংলার বিএস-২১৪ ফ্লাইটের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ১২০টি স্বর্ণবার (১৪ কেজি) উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গোপন সংবাদের মাধ্যমে কাস্টমস গোয়েন্দা দল জানতে পারে ব্যাংকক থেকে আসা ফ্লাইটের মাধ্যমে স্বর্ণ চোরচালান হবে। এর প্রেক্ষিতে কাস্টমস গোয়েন্দা দল ওই বিমানের দিকে নজর রাখে। বিমান ল্যান্ড করার সঙ্গে সঙ্গে কাস্টমস গোয়েন্দারা বিমান তল্লাশি শুরু করে। তল্লাশির একপর্যায়ে বিমানের টয়লেটে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণবার পাওয়া যায়।

বিজ্ঞাপন

উদ্ধার করা স্বর্ণবারের মোট মূল্য আনুমানিক ৭ কোটি টাকা। স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসজে/এমও

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন