বিজ্ঞাপন

‘আমরা শুধু ছুটছি, কিন্তু লিখছি না পড়ছি না’

April 22, 2019 | 8:25 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে গিয়ে বইপড়া এবং লেখালেখি ভুলে না যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বিজ্ঞাপন

সোমবার (২২ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে ‘আমার দেখা অস্ট্রেলিয়া মহাদেশ এবং এশিয়া ও ইউরোপের ১৩টি দেশ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এই আহ্বান জানান। বইটির লেখক ড. হাছান মাহমুদের মা অ্যাডভোকেট কামরুন্নাহার বেগম।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা সবাই সময়ের সাথে পাল্লা দিয়ে শুধু ছুটছি। কিন্তু আমরা পড়ছি না, আমরা লিখছি না। লেখার অভ্যাসটাই আমরা ভুলে যাচ্ছি। কিন্তু এই লেখালেখি এবং বই পড়া ভুলে গেলে চলবে না। বই মানুষের মনের জগৎ খুলে দেয়। লেখালেখি আমাদের মননে সৃজনশীলতা, ভালো চিন্তার উন্মেষ ঘটায়।’

তিনি আরও বলেন, ‘এই বইয়ের লেখক বিশ্বের যে দেশে গেছেন, সেই দেশ সম্পর্কে ডায়েরিতে লিখে রেখেছেন। এই ডায়েরিতে লেখার কারণের আমরা একটি ভালো বই পেয়েছি। এখন তো ডায়েরি লেখার অভ্যাস সেভাবে নেই বললেই চলে। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যদি ডায়েরি লেখার অভ্যাস না থাকতো তবে আমরা অসমাপ্ত ইতিহাস পেতাম না। যদি তাজউদ্দিন আহমেদের মতন নেতারা ডায়েরি না লিখতেন তাহলে সেই সময়ের অনেক তথ্য ও ছবি আজ আমরা পেতাম না। তাদের ডায়েরি লেখার মাধ্যমে ইতিহাস আমরা ফেরত পেয়েছি। ’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তার বক্তব্যে বলেন, ‘বর্তমান প্রজন্ম ভ্রমণ কাহিনী পড়ে না। বিশ্ব সম্পর্কে, অন্যদেশের মানুষ ও সংস্কৃতি সম্পর্কে আমাদের জানার পরিসীমাটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে আসছে। এতে আমাদের মানসিক সংকীর্ণতা বেড়ে যাচ্ছে। আমাদের কিছু জানার প্রয়োজন হলে মোবাইল-কম্পিউটারের মাধ্যমে গুগল সার্চ করে নিচ্ছি। এই ধরণের প্রবণতা থেকে আমাদের বের হতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, চুয়েটের উপাচার্য ড.রফিকুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শিরিন আক্তার চৌধুরী এবং লেখিকা কামরুন নাহার বেগম।

সারাবাংলা/আরডি/এসবি

বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন