বিজ্ঞাপন

‘দেশে অলিখিত বাকশাল প্রতিষ্ঠিত হয়েছে’

April 23, 2019 | 9:54 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দেশে অলিখিত বাকশাল প্রতিষ্ঠিত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সম্মরণ সভায় তিনি এ অভিযোগ করেন। সদ্য প্রয়াত জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম আহ্বায়ক কাজী আসাদুজ্জামানের স্মরণে এ সভা আয়োজন করা হয়।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘গণতন্ত্র আজ আওয়ামী লীগের বাক্সে বন্দি। পার্লামেন্টে দুজন ছাড়া বাকি সবাই আওয়ামী লীগের মনোনীত ব্যক্তি। সর্বশেষ উপজেলা নির্বাচনে ৪৪৫টির ফলাফল ঘোষণা করা হয়েছে। সেখানে চারজন ছাড়া ৪৪১ জন আওয়ামী লীগের মনোনীতি প্রার্থী।’

‘এ জন্যই বলছি, বর্তমান সরকার আসলে কোনো নির্বাচিত সরকার নয়। এই সরকার পরিচালিত হচ্ছে আওয়ামী লীগের মনোনীতি ব্যক্তিদের দ্বারা। পার্লামেন্টে আজকে তাদের মনোনীতি ব্যক্তি, উপজেলাতেও তাই হয়েছে’—বলেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের সংবিধানে যে পদগুলো নির্বাচিত প্রতিনিধি দ্বারা পরিচালিত হওয়ার কথা, সেগুলোতে অনির্বাচিত ব্যক্তিরা দখল করে আছে। অর্থাৎ আজকে বাংলাদেশে অলিখিত বাকশাল প্রতিষ্ঠিত হয়েছে। এ অলিখিত বাকশাল থেকে দেশকে মুক্ত করতে হবে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবু রহমান হাবিব, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, সহপ্রচার সম্পাদক আমীরুল ইসলাম আলীম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ অন্যরা।

সারাবাংলা/এজেড/এমআই

বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন