বিজ্ঞাপন

বাংলাদেশের তিনটি পরিবর্তন, ‘চমক’ দিল লঙ্কানরা

January 27, 2018 | 11:31 am

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ফাইনালের আগের দিন মাশরাফি বিন মুর্তজা আভাস দিয়েছিলেন, দলে খুব বড় পরিবর্তন হবে না। তবে একাদশে তিনটি পরিবর্তন আছে বাংলাদেশ দলে। দলে এসেছেন মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন ও সাইফ উদ্দিন। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন নাসির হোসেন, এনামুল হক বিজয় ও আবুল হাসান রাজু।

ত্রিদেশীয় সিরিজের হাইভোল্টেজ ফাইনালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল। শ্রীলঙ্কা দলে আছে চমক, অভিষেকের অপেক্ষায় থাকা পেসার শেহান মাদুশঙ্কা আজ নামছেন মাঠে। জোরে বল করতে পারেন বলে হাথুরুসিংহের নজরে ছিলেন, ফাইনালে আজ নামিয়ে দেওয়া হলো এই ২২ বছর বয়সী এই বোলারকে।

বিজ্ঞাপন

টানা তিন ম্যাচ জিতে আগেই ফাইনালে মঞ্চে উঠেছিল বাংলাদেশ। স্বাগতিকদের হারিয়ে আর জিম্বাবুয়েকে হটিয়ে নিজেদের শেষ ম্যাচে ফাইনাল নিশ্চিত করে লঙ্কানরা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বাঘ-সিংহের লড়াই শুরু হবে দুপুর ১২টায়।

বাঘ-সিংহের ফাইনাল লড়াই LIVE সারাবাংলায়
https://www.youtube.com/watch?v=d9iPHzLF8yM
মুখামুখি লড়াইয়ের প্রথমটিতে জিতেছিল বাংলাদেশ। লঙ্কানদের হারানোর ম্যাচে নিজেদের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রানের (১৬৩) ব্যবধানে জয় পেয়েছিল টাইগাররা। তবে, মুখোমুখি দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে দেয় লঙ্কানরা।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, সাইফ উদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

সারাবাংলা/এমআরপি/এএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন