বিজ্ঞাপন

মধুমতি মডেল টাউন অবৈধ ঘোষণার রায় আপিলে বহাল

April 25, 2019 | 10:55 am

সিনিয়র করেসপন্ডেন্ট 

ঢাকা: সাভারের আমিন বাজারে জলাশয় ভরাট করে তৈরি করা মধুমতি মডেল টাউনকে অবৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। অর্থাৎ এ বিষয়ে হাইকোর্টের দেওয়া রায়েই বহাল রাখা হলো।

বিজ্ঞাপন

এছাড়া এ সংক্রান্ত কয়েকটি রিভিউ আবেদনও খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সাত সদস্যের বেঞ্চ এ রায় দেন।

পরে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান জানান, জলাশয় ভরাট আইন অনুযায়ী এটাই কোনো আবাসন কোম্পানির বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের প্রথম রায় ও শাস্তি। অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসাকে নিয়ন্ত্রণে আনতে এবং ভূমিদস্যুদের রোধ করতে আদালতের এ রায় দেশের ইতিহাসে একটি মাইলফলক। এর ফলে আবাসন কোম্পানিগুলোর অবৈধ ব্যবসা বন্ধ হবে।

২০০৪ সালে জলাশয় ভরাট করার অভিযোগ এনে মধুমতি মডেল টাউন প্রকল্প চ্যালেঞ্জ করে রিট করে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি। ২০০৫ সালে হাইকোর্ট এ প্রকল্প অবৈধ ঘোষণা করেন। ২০১২ সালের আগস্টে আপিল বিভাগ মধুমতি মডেল টাউন কতৃর্পক্ষকে প্লট ক্রেতাদের দ্বিগুন দাম ও রেজিস্ট্রেশনের দামসহ ফেরত দেওয়ার নির্দেশ দেন।

বিজ্ঞাপন

সবশেষ বৃহস্পতিবার এ মামলার রিভিউও খারিজ করে দেওয়া হলো।

সারাবাংলা/এজেডকে/এসএমএন

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন