বিজ্ঞাপন

খাদ্যে ভেজালকারীদের কঠোর শাস্তির দাবি

April 26, 2019 | 4:18 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ‘খাদ্যে ভেজাল নিয়ে জাতি আজ মহাসংকটে। এভাবে চলতে থাকলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হতে থাকবে, এটা হত্যার শামিল। তাই খাদ্যে ভেজালকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।’

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। ‘নিরাপদ খাদ্য চাই’ নামের একটি সংগঠন এর আয়োজন করে।

ভেজালকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে সংগঠনের আহ্বায়ক ড. আব্দুল জাহের বলেন, ‘খাদ্যে ভেজালের কারণে শিশু-বৃদ্ধসহ কেউই নিরাপদ নয়। এটা মহামারী আকার ধারণ করতে পারে। খাদ্যে ভেজাল বন্ধ না হলে জাতি কখনো নিরাপদ নয়। সবাইকে এখনই খাদ্যে ভেজালের বিরুদ্ধে সচেতন হতে হবে। সেই সঙ্গে ভেজালকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আব্দুর রহিম বাচ্চু, মোশাররফ হোসেন মিলন, হাজী ইকবাল, মির্জা জহিরুল হক মামুন, আলাউদ্দিন আজাদ, ইঞ্জিনিয়ার আনোয়ারসহ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন