শপথ নিয়েই সংসদে বিএনপির ৪ এমপি
২৯ এপ্রিল ২০১৯ ২০:৩২ | আপডেট: ২৯ এপ্রিল ২০১৯ ২২:০৩
সংসদ ভবন থেকে: সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েই জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির চার প্রার্থী। তবে এখনও কথা বলার সুযোগ পাননি তাদের কেউ। সংসদে জনদাবি তুলে ধরার পাশাপাশি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানানোর অঙ্গীকার রয়েছে তাদের।
সোমবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন মো. আমিনুল ইসলাম, হারুনুর রশিদ, উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া ও মোশারফ হোসেন। এর পরপরই তারা সংসদ ভবনের উত্তরে চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। রাত ৮টার দিকে চলমান সংসদ অধিবেশনে যোগ দেন তারা।
বিএনপির চার এমপি যখন স্পিকারের কাছে শপথ নিচ্ছিলেন, তখন একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন চলছিল সংসদে। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।
এর আগে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমতি পেয়ে সোমবার বিকেল সোয়া ৫টার দিকে শপথ নিতে সংসদে স্পিকারের কার্যালয়ে যান বিএনপির চার প্রার্থী। বিকেল সাড়ে ৫টার কিছু পরে শুরু হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। পৌনে ৬টার আগেই শেষ হয় চার প্রার্থীর শপথ।
চার প্রার্থীর মধ্যে মো. আমিনুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে, হারুনুর রশিদ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে, উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া-২ ও মোশারফ হোসেন বগুড়া-৪ আসন থেকে বিজয়ী হয়েছিলেন একাদশ নির্বাচনে। এই চার প্রার্থীর শপথের ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ী ছয় প্রার্থীর মধ্যে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরই কেবল শপথ নেওয়া থেকে বাদ থাকলেন।
শপথ গ্রহণ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া সারাবাংলাকে বলেন, ‘দলীয় সিদ্ধান্তেই আমরা শপথ নিয়েছি।’ পরে আরেক এমপি হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, সংসদকে বৈধতা দেওয়ার জন্য আমরা সংসদে যোগ দিচ্ছি না, আমরা সংসদে যোগ দিচ্ছি জনগণের কথা বলতে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা শপথ নিয়েছি।
সারাবাংলা/এএইচএইচ/টিআর