বিজ্ঞাপন

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ক্যাসিয়াস

May 1, 2019 | 9:19 pm

স্পোর্টস ডেস্ক

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পোর্তোর স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। আগামী ২০ মে ৩৮ বছরে পা রাখতে যাওয়া এই তারকা গোলরক্ষক দলের সঙ্গে অনুশীলন করার সময় হৃদরোগে আক্রান্ত হন।

বিজ্ঞাপন

সঙ্গে সঙ্গেই তাকে পোর্তোর সিইউএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, আপাতত তার অবস্থা স্বাভাবিক আছে বলে জানানো হয়েছে।

২০১৫ সালে পোর্তোতে যোগ দেওয়ার আগে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে খেলেছেন ক্যাসিয়াস। মাদ্রিদের এই গ্রেট কয়েকদিন আগেই পোর্তোর সঙ্গে নতুন চুক্তি করেন।

চলতি মৌসুমে পোর্তোতে সেরা সময় পার করেছেন ক্যাসিয়াস। তার দল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলেছে। লিভারপুলের বিপক্ষে শেষ আটের দুই লেগে পেরে না উঠায় বিদায় নিতে হয় পোর্তোকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন