বিজ্ঞাপন

‘উন্নত দেশে পরিণত হবার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’

May 1, 2019 | 10:04 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘সফলতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন উন্নত দেশে প‌রিণত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলিষ্ঠ নেতৃত্ব আমাদের ছোট্ট এই দেশকে পৃথিবীর বুকে বারবার করেছেন সম্মানিত।’

বিজ্ঞাপন

বুধবার (১ মে) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতায় ডিকেএম‌সি হস‌পাতাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টার ফলে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে বিশ্বে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করে তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করছেন। সরকারের উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।’

বিজ্ঞাপন

তি‌নি বলেন, ‘রূপগ‌ঞ্জের ভুলতায় মেঘা প্রক‌ল্পের অধীনে ফ্লাইওভার হয়ে‌ছে। মুড়াপাড়ায় শীতলক্ষ্যা নদীতে সেতু হয়ে‌ছে। বালু নদী‌তেও সেতু হচ্ছে। আর এসব হ‌চ্ছে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার আন্তরিকতায়।’

স্বাস্থ্য খাতে সরকারের সাফল্য তুলে ধরে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বিএন‌পি-জামায়াত জোট সরকারের আমলে দেশের মানুষ স্বস্থ্যসেবা ঠিক মতো পায়নি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা জনগণের স্বাস্থ্য সেবা সহজলভ্য করেছেন।’

অনুষ্ঠানে মন্ত্রী, বেসরকারি হাসপাতালগুলোকে অর্থ‌নৈ‌তিক লাভের চিন্তা না করে দেশের মানু‌ষের চি‌কিৎসা নি‌শ্চিত করার আহবান জানান।

বিজ্ঞাপন

ঢাকা মে‌ডিকেল ক‌লেজ হাসপাতালের (ঢামেক) অধ্যাপক ডাক্তার এম এ কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ‌স্থিত ছিলেন, ঢাকা সি‌টি করপোরেশনের সিইও মোহাম্মদ আব্দুল হাই, জনপ্রশাসন মন্ত্রণাল‌য়ের অতিরিক্ত স‌চিব দুলাল চন্দ্র সাহা, রূপগঞ্জ উপ‌জেলা প‌রিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভুঁইয়া, রুপগঞ্জ প্রেসক্লা‌বের সভাপ‌তি লায়ন মীর আব্দুল আলীম, ডি‌কেএম‌সি হস‌পিটাল লি‌মিটেডের চেয়ারম্যান মিসেস সালমা পারভীন সহ অনেকে।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন