বিজ্ঞাপন

ঘূর্ণিঝড় ফণী: পাহাড়ে শতাধিক পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

May 2, 2019 | 9:33 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: তীব্র বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ফণীর আঘাত থেকে বাঁচাতে চট্টগ্রাম নগরীর পাহাড়ে বসবাসরত বাসিন্দাদের সরে যেতে মাইকিং অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। এছাড়া বাসিন্দাদের সরাতে একটি পাহাড়ে অভিযানও চালিয়েছে জেলা প্রশাসনের টিম। এসময় পাহাড়ে বসবাসরত শতাধিক পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ মে) বিকেলে নগরীর আকবর শাহ থানার ফয়’স লেক সি ওর্য়াল্ডের পেছনে বিজয়নগর, জিয়ানগর ও মধ্যমনগর এলাকায় অভিযান চালানো হয়েছে। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম।

তৌহিদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছিল, বর্ষার ঝুঁকি এড়াতে ৩০ এপ্রিলের মধ্যে বিদ্যুৎ, গ্যাস ও ওয়াসার সংযোগ বিচ্ছিন্ন করার। যেহেতু ঘূর্ণিঝড় আসছে, সেজন্য আমরা ওই সিদ্ধান্তের আলোকে অভিযানও শুরু করে দিয়েছি।’

তিনি জানান, অভিযানে সংযোগ বিচ্ছিন্ন করে একটি ট্রান্সফরমার, চারটি মিটার বক্স, নয়টি প্রিডেইড মিটার ও ৫০ কয়েল তার জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযান চালানো পাহাড়ে শতাধিক পরিবারের মধ্যে ২২টি পরিবার খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলে জানান সহকারী কমিশনার তৌহিদ।

শুক্রবার সকাল থেকে পাহাড়ে বসবাসরতদের সরাতে আরও কয়েকটি টিম মাঠে নামবে বলেও তিনি জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/এমআই

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন