বিজ্ঞাপন

এসএসসিতে পাস ৮২.২০%

May 6, 2019 | 11:20 am

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ৮২.২০ শতাংশ। গতবারের তুলনায় এবার পাসের হার ৪ দশমিক ৪৩ শতাংশ বেশি। এছাড়া জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৫ হাজার ৫৯৪ জন।

বিজ্ঞাপন

সোমবার সকালে (৬ মে) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৯১ দশমিক ৬৪ শতাংশ, ঢাকায় পাসের হার ৭৯ দশমিক ৬২ শতাংশ, সিলেটে ৭০ দশমিক ৮৩ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ১১ শতাংশ। এছাড়া দিনাজপুর বোর্ডে ৮৪ দশমিক ১০ শতাংশ পাসের হার, কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৮৭ দশমিক ১৬ শতাংশ, যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৯০ দশমিক ৮৮ শতাংশ, , বরিশাল বোর্ডে ৭৭ দশমিক ৪১ শতাংশ।

 এবার মাদরাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৮৩ দশমিক ০৩ শতাংশ। কারিগরি বোর্ডে পাসের হার ৭২ দশমিক ২৪ শতাংশ।

বিজ্ঞাপন

কারিগরি শিক্ষাবোর্ডে এবার  জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৫১ জন ও মাদ্রাসা বোর্ডে জিপিএ -৫ পেয়েছে ৬ হাজার ২৮৭  শিক্ষার্থী।

ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর ছাড়াও শিক্ষা মন্ত্রণালয় ও অন্যান্য দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিএস/একে

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকায় জিপিএ-৫ বেশি, পাসে এগিয়ে রাজশাহী
গতবারের চেয়ে জিপিএ-৫ কমেছেে
এবারও মেয়েরা এগিয়ে

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন