বিজ্ঞাপন

নার্স তানিয়াকে ধর্ষণ ও হত্যা: বিচার চেয়ে শাহবাগে মানববন্ধন

May 10, 2019 | 9:14 pm

ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্ত বাসে নার্স শাহিনুর আক্তার তানিয়াকে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ মে) বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

মানববন্ধনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে আজ ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে। এ জন্য ক্ষমতাসীনরা দায়ী। তারা চাইলে এগুলো দমন অনেকাংশে সম্ভব। এসব ঘটনার জন্য শুধু বিচ্ছিন্নভাবে প্রতিবাদ করলে হবে না। প্রয়োজনে মুক্তিযুদ্ধের নতুন অধ্যায়ের মাধ্যমে এগুলো দমন করতে হবে। সমাজকে গর্জে উঠতে হবে। প্রতিবাদে জাগ্রত হতে হবে।’

ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল বলেন, ‘এমন নৃশংস ঘটনা ঘটছে আর আমরা শুধু শাহবাগ, প্রেস ক্লাবের মতো জায়গায় দাঁড়াচ্ছি। কিন্তু কোনো কার্যকরী উদ্যোগ নেওয়া হচ্ছে না। যদি এ সব ঘটনার বিচার হতো তাহলে ধর্ষকরা ভয় পেত এবং সামাজিকভাবে বিচ্ছিন্ন হতো।’

বিজ্ঞাপন

সমাবেশের সঞ্চালক খান আসাদুজ্জামান মাসুম বলেন, ‘আমরা যখন এ কর্মসূচি করছি তখন হয়ত কোথাও ধর্ষণ চলছে। এই শাহবাগ যদি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জেগে উঠতে পারে তাহলে কেন আবার ধর্ষকের বিরুদ্ধে জেগে উঠতে পারবে না।’

সাবেক ছাত্রনেতা আকরামুল হকের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শম্পা বসু, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, ক্ষেত মজুর সমিতির সহ-সভাপতি মোতালেব হোসেন, পরিবেশ আন্দোলনের সংগঠক ফেরদৌস হোসাইন উজ্জ্বল, যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফিজুর রহমান সোহেল, মানবাধিকারকর্মী জীবনানন্দ জয়ন্তসহ অন্যরা।

সারাবাংলা/কেকে/একে

বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন