বিজ্ঞাপন

মা দিবসে জাহ্নবীর মন খারাপ করা ছবি

May 12, 2019 | 3:07 pm

ছবিটা হয়তো আর দশটা সাধারন ছবির মতোই। মায়ের কোলে হাসিমুখে বসে আছে সন্তান। মা আর সন্তানের খুব স্বাভাবিক ভঙ্গিমার একটি ছবি। কিন্তু ছবিটা অমূল্য হয়ে উঠেছে তখনই যখন নিশ্চিত হয়ে গেছে চাইলেও মায়ের সঙ্গে এমন করে ছবি তুলতে পারবেন না জাহ্নবি।

বিজ্ঞাপন

হ্যাঁ, বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের কথা বলা হচ্ছে। তার মা বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবী। এই অভিনেত্রী প্রয়াত হয়েছেন বছর খানেকের বেশি। মাকে ছিাড়া বিষন্ন মাদার্স ডে তে একটি ছবি পোস্ট করেছেন জাহ্নবি। যেখানে ঘাগরা আর সোনার গয়না পড়া ছোট্ট জাহ্নবিকে ঝুঁটি দুলিয়ে মায়ের কোলে বসে হাসতে দেখা যাচ্ছে।

মায়ের সঙ্গে তোলা নিজের ছোটবেলার ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জাহ্নবী। তিনি লিখেছেন, ‘মায়ের কথা শোন। ওদের আনন্দ দাও। পৃথিবীর সব ভালবাসা তাদের দাও। হ্যাপি মাদার্স ডে।’

জাহ্নবীর শেয়ার করা ছবি আর আবেগঘন স্ট্যাটাস দেখে আবেগতাড়িত হয়েছেন তার বন্ধু এবং অনুরাগীরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন