বিজ্ঞাপন

কারাগারে দুই বন্দির মৃত্যু

May 16, 2019 | 12:03 am

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই কারাবন্দির মৃত্যুর ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

বুধবার (১৫মে) সন্ধ্যায় চিকিৎসাধীন বিডিআর বিদ্রোহ মামলার এক আসামী ও দুপুরে নারায়ণগঞ্জ ফতুল্লার এক আসামীর মৃত্যু হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) কারারক্ষী মোঃ রবিউল ইসলাম জানান, বিডিআর বিদ্রোহ মামলার আসামী হাবিবুর রহমান (৫২) ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলো। সেখানে অসুস্থ হয়ে পরলে গত ৩মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৫ মে) সন্ধ্যা ৬টায় তার মৃত্যু হয়।

এদিকে, একই দিনে দুপুর ১ টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে অচেতন অবস্থায় হাজতী জামাল ড্রাইভার (৬৫) কে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পিতার নাম মৃত আমিন উদ্দিন, বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায়।

বিজ্ঞাপন

রবিউল ইসলাম জানান, মৃত হাবিলদার হাবিবুরের সাত বছরের সাজা হয়েছিল। তার বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায়।

ময়না তদন্তের জন্য মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে বলেও জানান কারারক্ষী রবিউল।

সারাবাংলা/এসএসআর/ইএইচটি

বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন