বিজ্ঞাপন

খাদ্যে ভেজাল-অনিয়ম, কাপ্তানবাজারে  ২ প্রতিষ্ঠানকে জরিমানা

May 16, 2019 | 4:34 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: অস্বাস্থ্যকর খাবার সংরক্ষণ এবং বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই পণ্য বিক্রির অপরাধে রাজধানীর কাপ্তানবাজার এলাকায় দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি)। জরিমানা করা দুটি প্রতিষ্ঠান হলো, খন্দকার রেস্টুরেন্ট ও কিশোরগঞ্জ টি হাউজ। বৃহস্পতিবার (১৬ মে) এই অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

বাসি ও অস্বাস্থ্যকর খাবার ফ্রিজে সংরক্ষণের দায়ে অভিযানে ‘খন্দকার রেস্টুরেন্টকে’ ১ লাখ টাকা এবং বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই চা পাতা বাজারজাতকরণের দায়ে ‘কিশোরগঞ্জ টি হাউজ’কে ৩০ হাজার টাকা জরিমানা করে ডিএমপি।

ডিএমপির ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন সারাবাংলাকে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ, বাসি খাবার ফ্রিজে রাখা ও খাবারে ফ্রিজে ইনসুলিন রাখার অভিযোগে খন্দকার রেসটুরেন্টের ম্যানেজার জাফর ইকবালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ১ লাখ জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া, বিএসটিআইয়ের অনুমোদনের ছাড়াই চা পাতা বাজারজাতকরণের দায়ে কিশোরগঞ্জ টি হাউজের ম্যানেজার শেখ মোঃ আসিফকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সেইসঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের অপরাধ পুনরায় না করে সেজন্য তাদের সর্তক করা হয়েছে।

খাদ্যে ভেজাল বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচ/ এনএইচ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন