বিজ্ঞাপন

বান্দরবানে পরিত্যক্ত শেল বিস্ফোরণে ১ সেনার মৃত্যু, আহত ৮

May 17, 2019 | 2:43 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বান্দরবান: বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে সেনাবাহিনীর ভারি অস্ত্রের ফায়ারিং রেঞ্জ এলাকায় পরিত্যক্ত একটি শেল (বোমা) বিস্ফোরণে জাহিদুল ইসলাম (২৮) নামে এক সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আট সেনা সদস্য।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ মে) সকাল ১১টার দিকে সুয়ালক ইউনিয়নের সুয়ালক আলমতলী এলাকায় এ ঘটনা ঘটে। হতাহত সেনা সদস্যরা কুমিল্লা সেনানিবাসের ১৬ প্যারা ব্যাটালিয়নের সদস্য বলে জানা গেছে।

বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, পরিত্যক্ত শেল বিস্ফোরণে এক সেনা সদস্যের মৃত্যু ও কয়েকজনের আহত হওয়ার খবর জেনেছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

জানা যায়, শনিবার (১৮ মে) বিকেল থেকে ওই এলাকায় ফায়ারিং হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে সেনা সদস্যরা জায়গাটি পরিষ্কার করছিলেন। এ সময় পরিত্যক্ত একটি শেলে দায়ের কোপ পড়লে সেটি বিস্ফোরিত হয়। এতে ৯ জন আহত হন। তাদের মধ্যে একজন পরে মারা যান।

বিজ্ঞাপন

আহতরা সৈনিকরা হলেন— সৈনিক রাজু, আরিফ, আসাদ, নিপুন চাকমা, হাসান, তারেকুল ও মোস্তাফিজ। তাদের প্রথমে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির বাইতুল ইজ্জত হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা জানান, বিকট শব্দে বিস্ফোরণের আওয়াজ শুনেছি। কিন্তু ওই এলাকায় সাধারণ জনসাধরণেরর প্রবেশের নিষেধ থাকায় ঘটনার বিস্তারিত জানা যায়নি। তবে স্থানীয়রা আহতদের হাসপাতালে নিতে দেখেছেন বলে আমাকে জানিয়েছে।

সারাবাংলা/ইউজে/টিআর

বিজ্ঞাপন

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন