বিজ্ঞাপন

বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ চায় বেসিস

May 19, 2019 | 1:42 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে আগামী অর্থবছরের বাজেটে ৫০০ কোটি টাকার থোক বরাদ্দ চেয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

বিজ্ঞাপন

শনিবার (১৮ মে) সন্ধ্যায় রাজধানীর রাওয়া কনভেনশন হলে বেসিসের সঙ্গে আইপিডিসির এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর এ দাবি করেন। চুক্তি অনুযায়ী বেসিস সদস্যদের সহজ শর্তে ঋণ দেবে আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি।

বেসিস সভাপতি বলেন, ‘আগামী অর্থবছরের বাজেটে আমরা ৫০০ কোটি টাকার থোক বরাদ্দ চাই। এ অর্থ দিয়ে আমরা অন্য দেশকে তথ্য-প্রযু্ক্তিখাতে কারিগরি সহায়তা দেব। আফ্রিকাসহ বিশ্বের অনুন্নত দেশগুলোকে এ অর্থ দিয়ে ঋণ সহায়তা দেওয়া হবে এই শর্তে যে, তারা আমাদের দেশ থেকে তথ্যপ্রযুক্তি খাতের সেবা নেবে। কারণ বিশ্বের যে কোনো দেশকে তথ্যপ্রযু্ক্তি খাতে সেবা দিতে বাংলাদেশ এখন সক্ষম।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘সরকার কখনও সফটওয়্যার তৈরি করতে যাবে না। ভালো করার ক্ষেত্রে এটা আপনাদের জন্য বড় সুযোগ।’ খাতটির উন্নয়নে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘দেশের সফটওয়্যার খাতে বাংলাদেশের কোম্পানিকে অগ্রাধিকার দেওয়া হবে। বিদেশি কোনো কোম্পানি থেকে আমরা সফটওয়্যার নিতে চাই না। সরকারি সেবায় দেশি সফটওয়্যারকে প্রধান্য দেওয়াই আমাদের লক্ষ্য।’

অনুষ্ঠানে আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মমিনুল ইসলাম, বেসিসের সিনিয়র সহ সভাপতি ফারহানা এ রহমানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেজে/ইএইচটি/একে

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন