বিজ্ঞাপন

‘কৃষকদের বাঁচাতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে’

May 19, 2019 | 5:46 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: কৃষকদের বাঁচাতে হলে খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, ‘বেগম জিয়া যেন কৃষকের পক্ষে, মেহনতি মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে কথা বলতে না পারেন সেজন্য তাকে কারাবন্দি করে রাখা হয়েছে।’

বিজ্ঞাপন

রোববার (১৯ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দল আয়োজিত ‘কৃষকের উৎপাদিত ধানসহ সব ফসলের ন্যায্যমূল্যের দাবি’তে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, ‘ন্যায্যমূল্য না পেয়ে কৃষকেরা ধানক্ষেতে আগুন দিলেও সরকার নির্বিকার। গত এক শতাব্দীতে কৃষক তার উৎপাদিত ধানে আগুন দিয়েছে এরকম ঘটনা ঘটেনি। দেশের কৃষক ও জনগণের প্রতি সরকারে কোনো দায়িত্ব বা জবাবদিহিতা নেই। এই দেশে কৃষকের পক্ষে কেউ কথা বলে থাকলে সেটা খালেদা জিয়া, তাই তাকে মুক্ত করে আনতে হবে।’

তিনি আরও বলেন, ‘এই সরকারের আমলে কৃষক তার ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে না কিন্তু উপকরণ কিনতে গেলে তাকে দুই-চারগুণ বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। নির্বাচনের আগে সরকার ঘোষণা দিয়েছিল কৃষকের ঘরে ঘরে সার পৌঁছে দিবে। অথচ কৃষক তার ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন না। চাকরির অভাবে যুবকেরা দেশ থেকে বিদেশে পাড়ি দিতে গিয়ে সমুদ্রে ডুবে মারা যাচ্ছে।’

বিজ্ঞাপন

এমন কোনো ব্যাংক-শেয়ারমার্কেট দেখানো যাবে না যেখানে সরকার লুটপাট করেনি জানিয়ে দুদু বলেন, ‘কৃষকদের দেখা হচ্ছে না, অন্যদিকে ঋণখেলাপিদের সরকার সর্বাংশে মওকুফ করে দিচ্ছে। বাংলাদেশে একটি ভয়ঙ্কর স্বৈরাচারী শাসনব্যবস্থা চলছে।’

মানববন্ধনে জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক তকদির হোসেন মোহাম্মদ জসিমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মেহেদী আহমেদ রুমী প্রমুখ।

সারাবাংলা/ওএম/এমও

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন