বিজ্ঞাপন

থাইল্যান্ড ফেরত যাত্রীর পকেটে ৫ কোটি টাকার স্বর্ণের বার

May 19, 2019 | 8:20 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ স্বর্ণের দাম প্রায় পাঁচ কোটি টাকা বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।

বিজ্ঞাপন

আটক যাত্রীর নাম মো.শাহজাহান। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।

রোববার (১৯ মে) বিকেল ৫টায় থাইল্যান্ড থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ফজলুর রহমান সারাবাংলাকে বলেন, থাইল্যান্ড থেকে আসা যাত্রী শাহজাহানকে তল্লাশি করে তার পরিহিত কোটের পকেটে ৯৬ পিস স্বর্ণের বার পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক শাহজাহানের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করা হবে বলেও জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

সারাবাংলা/আরডি/এসএমএন

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন