বিজ্ঞাপন

খালিদ হোসেনের শারীরিক অবস্থার উন্নতি নেই

May 19, 2019 | 8:26 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

বরেণ্য নজরুল সংগীতশিল্পী খালিদ হোসেনের শারীরিক অবস্থার উন্নতি নেই বলে জানিয়েছেন চিকিৎসক। রোববার (১৯ মে) সন্ধ্যায় খালিদ হোসেনের ছেলে আসিফ হোসেন সারাবাংলাকে একথা জানান।

বিজ্ঞাপন

আসিফ বলেন, ‘বাবার ফুসফুসের পাম্প রেট এখন মাত্র ২২ শতাংশ। এটা বাড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এটা ঠিক করতে চাইলে হার্ট ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। কিন্ত বাবার বয়স এখন ৮৫ বছর। এই বয়সে এমন অপারেশন করা প্রায় অসম্ভব। আর ফুসফুসের পাম্প রেট কমার কারণে তার শরীরের অনেক অর্গান মরে যাচ্ছে। তিনি খেতেও পারছেন না। নলের মাধ্যমে খাওয়ানো হচ্ছে।’

গত ৪ মে থেকে রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের সিসিইউ-তে চিকিৎসাধীন খালিদ হোসেন। ছেলে আসিফ হোসেন জানান, এর আগেও তার বাবা চারবার খুব খারাপ অবস্থা থেকে ফিরে এসেছেন। কিন্তু এবার অবস্থা অনেক বেশি খারাপ।

এমতাবস্থায় প্রধানমন্ত্রীর সাহযোগিতা প্রত্যাশা করছে শিল্পী খালিদ হোসেনের পরিবার। তার ছেলে আসিফ হোসেন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বরাবরই আমাদের পাশে ছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশেই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়ার তত্ত্বাবধানে বাবার চিকিৎসা হচ্ছে। কিন্তু এবার বাবার অবস্থা বেশি খারাপ হওয়ায় আমাদের প্রধানমন্ত্রীর সাহায্যও বেশি প্রয়োজন।’

বিজ্ঞাপন

ফুসফুসের পাম্প রেট কমে যাওয়া ছাড়াও কিডনি জটিলতায়ও ভুগছেন খালিদ হোসেনের।

সারাবাংলা/পিএ/এসএমএন/পিএম


আরও পড়ুন :

.   দেশের টিভিতে তুরস্কের ধারাবাহিক ‘ফাতমাগুল’

.   বঙ্গবন্ধুর বায়োপিক: সন্ধ্যায় ঢাকা আসছেন চিত্রনাট্যকার

.   শমী কায়সারের অনুদানপ্রাপ্ত ছবির পরিচালক ওয়াহিদ তারেক

.   সালমানে শীতল ক্যাটরিনা

.   চলে গেলেন অভিনেত্রী মায়া ঘোষ


বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন