বিজ্ঞাপন

ঘিয়ের কৌটায় ডালডা, দুই প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা

May 19, 2019 | 8:44 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: কৌটায় ঘিয়ের বদলে ডালডা দিয়ে পূর্ণ করে ক্রেতাদের ঠকানোর দায়ে ‘অমিত ঘোষের বাঘাবাড়ি’ ঘিকে ১২ লাখ টাকা জরিমানা করেছেন র‍্যাব-৩ ভ্রাম্যমাণ আদালত। একই সময় আদালত নিজস্ব পরীক্ষাগার ও হাইকোর্টের নির্দেশ অমান্য করা অনিল ঘোষের বাঘাবাড়ি স্পেশাল গাওয়া’ ঘিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৯ মে) রাজধানীর খিলগাঁওয়ের গোরান এলাকায় প্রতিষ্ঠান দুইটির কারখানায় অভিযান চালায় র‍্যাব-৩। অভিযান শেষে র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম নেতৃত্বে আদালত বসিয়ে এ দণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে সারওয়ার আলম বলেন, আবাসিক ভবনের ভেতরে অবৈধভাবে ‘অনিল ঘোষের বাঘাবাড়ি স্পেশাল গাওয়া’ ঘি কৌটায় ভরে বাজারজাত করে আসছিল দীর্ঘদিন ধরে। খোলা হাতে, কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই সরাসরি ঘি প্যাকেট করা হচ্ছিল। মান নিয়ন্ত্রণের জন্যও তাদের নিজস্ব কোনো পরীক্ষাগার ছিল না।

এছাড়া হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মানহীন ৫২ টি পণ্যের মধ্যে ‘বাঘাবাড়ি স্পেশাল গাওয়া’ ঘি ছিল। এসব অপরাধের ভিত্তিতে ‘অনিল ঘোষের বাঘাবাড়ি স্পেশাল গাওয়া’ ঘিকে ১০ লাখ টাকা জরিমানা ও কারখানাটিকে সিলগালা করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, পূর্ব গোরান এলাকায় ‘অমিত ঘোষের বাঘাবাড়ি’ ঘি নামের একটি প্রতিষ্ঠান ঘিয়ের বদলে কৌটায় ডালডা দিয়ে বাজারজাত কারার দায়ে ১২ লাখ টাকা জরিমানা এবং কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর পরীক্ষায় প্রমাণিত ৫২টি নিম্নমানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট । সেই সঙ্গে এসব খাদ্য পণ্য বিক্রি ও সরবরাহে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন