বিজ্ঞাপন

ফাঁকা আওয়াজ দিয়েছি ভাবলে ভুল ভাববেন: ডিপজল

May 21, 2019 | 3:48 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা ডিপজল। খলঅভিনেতা হিসেবে তিনি অসংখ্যা ছবিতে অভিনয় করেছেন। সেসব ছবি ব্যবসা সফল হওয়ার পাশাপাশি হয়েছে বিতর্কিত। সেই বিতর্কের রেশ টানতেই তিনি পরবর্তীতে ছবির মূল ভূমিকায়, ইতিবাচক চরিত্রে আবির্ভূত হন। সেই ছবিগুলোও পেয়েছে ব্যবসায়িক সফলতা।

বিজ্ঞাপন

চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেতা বর্তমান ঢালিউড নিয়ে হতাশা প্রকাশ করলেন। জানালেন, দেশের চলচ্চিত্র শিল্প একদম শেষ। সরকারি সহযোগিতা ছাড়া এই অবস্থা থেকে উঠে দাঁড়াতে পারবে না ঢালিউড। এমন কথা যখন চলছিল, তখন ডিপজলকে মনে করিয়ে দেওয়া হলো তার কথাই। গত কয়েকবছর ধরে শোনা যাচ্ছে, দেশের সিনেমা হলগুলোতে ডিজিটাল মেশিন বসাবেন ডিপজল। যদিও বাস্তবে তার প্রয়োগ দেখা যায়নি এখন পর্যন্ত।


আরও পড়ুন :  বঙ্গবন্ধুকে নিয়ে ১৪টি ছবি নির্মাণের প্রস্তাব


ডিপজলের কাছে প্রশ্ন ছিল, এসব প্রতিশ্রুতি কি শুধু ফাঁকা আওয়াজ হয়ে থাকবে, নাকি বাস্তবায়িত হবে? উত্তরে তিনি বলেন, ‘আমি এক কথার মানুষ। আমি যেহেতু বলেছি সেহেতু সিনেমা হলগুলোতে ডিজিটাল মেশিন বসাব। কোনো হেরফের হবে না। একটু সময় লাগবে। কেউ যদি ভেবে থাকেন যে, আমি ফাঁকা আওয়াজ দিয়েছি তাহলে ভুল ভাববেন।’

ডিজিটাল মেশিন বসানোর বিষয়টি নিয়ে ডিপজলকে নিয়ে সমালোচনাও হয়ে আসছে অনেকদিন ধরে। এ প্রসঙ্গে ডিপজল বলেন, ‘কারা সমালোচনা করে আমি জানি! জাজ যে আমার সমালোচনা করে; ওদের এখন কি অবস্থা দেখছেন তো! চলচ্চিত্রকে শেষ করে দিয়েছে। অসৎ উপায়ে কিছু করলে বেশিদিন স্থায়ী হওয়া যায় না। জাজের তো এখন নাম গন্ধও নেই। আগেই ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত ছিল।’

বিজ্ঞাপন

চলচ্চিত্রের এই অবস্থা দূরীকরণে আরও ছবি প্রযোজনা করার কথা বলেন তিনি। তারই পদক্ষেপ হিসেবে তিনি ঈদের সপ্তাহখানেক পর আরও একটি নতুন ছবির দৃশ্যায়নের কাজ শুরু করবেন বলে জানান।

সবশেষ ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিতে তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। মনতাজুর রহমান আকবর পরিচালিত ছবিটি ব্যবসায়িক সফলতা পেতে ব্যর্থ হয়। তবে ছবির এরকম ব্যর্থতা ডিপজলকে দমাতে পারবে না। সারাবাংলাকে ডিপজল বলেন, ‘ছবির সফলতা-ব্যর্থতা থাকবেই। এসব নিয়ে ভাবলে তো আমি সিনেমাই বানাতাম না কোনোদিন। আমার তিনটি ছবি তৈরি আছে। পর্যায়ক্রমে সেসব ছবি মুক্তি পাবে।’

ডিপজল জানান, ‘এক কোটি টাকা’, ‘সৌভাগ্য’, আর ‘এদেশ তোমার আমার’ শুটিং শেষ। এরমধ্যে থেকে ‘সৌভাগ্য’ ছবির ডাবিং করছেন। দুই ঈদের মাঝামাঝি সময়ে ছবিটি মুক্তি দেয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএসও/পিএ


আরও পড়ুন :  অ্যাশ, তারান্তিনো, ম্যারাডোনার সঙ্গে আছে বাংলাদেশের ছবি


Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন