বিজ্ঞাপন

বার্সা কোচের সামনে রেকর্ড গড়ার হাতছানি

January 30, 2018 | 1:28 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

লা লিগায় মৌসুমের শুরু থেকে দুর্দান্ত স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। টানা ২১ ম্যাচে অপরাজিত মেসি-সুয়ারেজরা। সবশেষ দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে জয় তুলে নিয়েছে কাতালানরা। শিষ্যরা এই জয়ে দারুণ এক রেকর্ড স্পর্শ করতে দিয়েছে কোচ আরনেস্টো ভালভারদেকে।

বার্সার সাবেক কোচ পেপ গার্দিওয়ালার রেকর্ডে ভাগ বসিয়েছেন ভারভারদে। গার্দিওয়ালার অধীনে ২০০৯-১০ মৌসুমে স্পেনের শীর্ষ লিগের শিরোপা জয়ের পথে ১৭ জয় ও চার ড্রয়ে মোট ২১ ম্যাচে অপরাজিত ছিল বার্সা। সেটি এবার ভালভারদের দখলে।

তবে, জয়ের দিক থেকে একটি ম্যাচ বেশি ভালভারদের। গার্দিওয়ালার ১৭ জয়ের বিপরীতে ভালভারদের শিষ্যরা তাকে ১৮ জয় পাইয়ে দিয়েছে, বাকি তিনটি ম্যাচ ড্র করেছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত থাকা কাতালান ক্লাবটির পয়েন্ট ৫৭। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১১।

বিজ্ঞাপন

আগামী রোববার লা লিগায় নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের মুখোমুখি হবে ভালভারদের বার্সা। আর এই ম্যাচটিতে পরাজয় এড়াতে পারলেই লিগে মৌসুমের শুরু থেকে সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়বে ভালভারদের দল।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন