বিজ্ঞাপন

মায়ের কবরে খালিদ হোসেনের দাফন সম্পন্ন

May 24, 2019 | 12:41 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

বরেণ্য নজরুল সংগীতশিল্পী খালিদ হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) রাত সোয়া দশটায় তার দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শিল্পীর ছেলে আসিফ হোসেন। দাফনের আগে হয় খালিদ হোসেনের তৃতীয় নামাজে জানাজা।

বিজ্ঞাপন

শিল্পী খালিদ হোসেনের ইচ্ছা ছিল মায়ের কাবরেই যেন তাকে সমাহিত করা হয়। তার শেষ ইচ্ছানুযায়ী মায়ের কবরেই দাফন করা হয়েছে তাকে।

বুধবার (২২ মে) রাত সোয়া দশটায় মারা যান সংগীতশিল্পী খালিদ হোসেন। তার প্রথম জানাজা হয় বৃহস্পতিবার (২৩ মে) বাদ ফজর তাজমহল রোডের বায়তুল আমান মিনার মসজিদে। সাড়ে দশটার দিকে নজরুল ইন্সটিটিউটে হয় দ্বিতীয় জানাজা।  বেলা বারোটার দিকে খালিদ হোসেনের মরদেহ নিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন পরিবারের সদস্যরা।

গত ৪ মে থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি ছিলেন খালিদ হোসেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট আরও খবর:

চলে গেলেন শিল্পী খালিদ হোসেন

শিল্পী খালিদ হোসেনের দুটি জানাজা সম্পন্ন, দাফন কুষ্টিয়ায়

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন