বিজ্ঞাপন

পরীক্ষার আগেই ফাঁস চট্টগ্রামের ‘উইকেট-প্রশ্ন’

January 30, 2018 | 3:41 pm

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম থেকে

বিজ্ঞাপন

বলটা মাটিতেও পড়তে দিলেন না দীনেশ চান্ডিমাল। ‘একটা কথা বলে দিতে পারি, উইকেটে স্পিন ধরবেই’- মৃদু হেসে জানালেন শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক। টেস্টের নতুন অধিনায়ক সাকিবের ইনজুরিতে বুধবার (৩১ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে দলপতির দায়িত্ব পালন করবেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনিও ‘ওপেন সিক্রেটটা’ ফাঁস করে জানালেন, ছয়জন স্পিনার থেকেই তো অনুমান করা যাচ্ছে উইকেট। চট্টগ্রামের উইকেটটা তাই হয়ে যাচ্ছে পরীক্ষার আগের দিন ফাঁস হয়ে যাওয়া প্রশ্নপত্রের মতো!

সেই প্রশ্নে কারা বেশি নম্বর পাবেন, সেটা এখনই বলা মুশকিল। তবে দুই দলের ঢাল তলোয়ারই স্পিন-বর্মের জন্য প্রস্তুত। সকাল থেকেই নেটে টানা বোলিং করে গেলেন বাংলাদেশি স্পিনার রাজ্জাক, তাইজুল, সানজামুল, নাঈমরা। বাংলাদেশ দলে আছেন ছয়জন স্পিনার, এর মধ্যে অন্তত তিনজন কাল খেলছেন নিশ্চিতভাবেই। মাহমুদউল্লাহর কথা থেকেই তো সেই ধারণা পাওয়া গেল।

‘ছয়জন স্পিনার থাকা তারমানে আপনারাও হয়তো অনুমান করতে পারছেন কী হতে যাচ্ছে। উইকেট সম্ভবত স্পিন-বান্ধব হতে পারে। আমরা আমাদের হোম কন্ডিশনে স্পিনারদের উপর নির্ভর করি। আমাদের এই বিভাগটা বেশ শক্তিশালী। সাকিব অবশ্য নেই, তবে আমরা তা পুষিয়ে দেওয়ার চেষ্টা করব।’

বিজ্ঞাপন

ওয়ানডে সিরিজের ফাইনালে মাশরাফি বিন মুর্তজার কথা থেকে আভাস পাওয়া গেল, কাঙ্খিত উইকেট তারা পাননি। চট্টগ্রামে সেই চাওয়া পূরণ হবে তো? মাহমুদউল্লাহ অবশ্য প্রশ্নটার সরাসরি উত্তর দিলেন না। বরং নিজেদের কাজটা করার ওপরেই জোর দিলেন।

‘আমরা সব সময় চট্টগ্রামে যেটা দেখি টিপিকাল উইকেট! একটু স্পিনও থাকবে সম্ভবত। আমাদের ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। বোলারদেরও তাই। যেটাই করি প্রথমে, যদি বোলিং করি তাহলে দ্রুত উইকেট নিতে হবে। যদি ব্যাটিং করি বড় জুটি করতে হবে। তাহলে বড় স্কোর করতে পারব। যদি এটা করতে পারি তাহলে আমরা ভালো কিছুর প্রত্যাশা করতে পারি।’

তবে চট্টগ্রামে সর্বশেষ টেস্টে অবশ্য কাঁটা দিয়ে কাঁটা তোলার মতোই করেছিল অস্ট্রেলিয়া, স্পিন-ট্র্যাকে নাথান লায়নের বিষেই নীল হয়েছিল বাংলাদেশ। এবার রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরারা সেই কাজটা করতে চাইবেন নিশ্চিতভাবেই। বিশেষ করে হেরাথের কথা আলাদা করেই মনে করিয়ে দেওয়া হলো চান্ডিমালকে। শ্রীলঙ্কার অধিনায়কও মানলেন, হেরাথ তাদের তীরের বড় একটা তূণই। বাংলাদেশের জন্য সেটা বুমেরাং হয়ে আসবে না তো?

বিজ্ঞাপন

চন্ডিকা হাথুরুসিংহে অবশ্য তাতে খুব একটা অবাক নন। বাংলাদেশের মাটিতে স্পিন-ফাঁদের কৌশলটা তার সময়েই এসেছিল। সেই শক্তির জায়গাটা যে বাংলাদেশ কাজে লাগাতে চাইছে, সেটা হাথুরু জানেন ভালোমতোই। মাঠে এসেই একবার উইকেটটা দেখে গেছেন চান্ডিমালকে নিয়ে। কেমন ধারণা পেয়েছেন, তার কথা থেকেই তা বোঝা গেল, ‘আমি একদমই অবাক নই। তারা এখানে সফল হয়েছে স্পিনে, সেই পরিকল্পনাই তাদের মাথায় থাকার কথা। তবে আমরা চ্যালেঞ্জটা নিতে তৈরি। আমরা জানি, আমাদের জন্য কী অপেক্ষা করছে।’

স্পিন আক্রমণ এখন বাংলাদেশের জন্য ‘হিতে বিপরীত’ না হলেই হয়!

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চবি ছাত্রকে মারধরের পর হলের ছাদ থেকে ফেলা চেষ্টার অভিযোগহিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদফতরের ৪ নির্দেশনাঢাকার পয়ঃবর্জ্য-গ্যাস লাইন পরীক্ষায় কমিটি গঠনের নির্দেশরানা প্লাজা ধস: ভুক্তভোগীদের পুনর্বাসন ও মামলা নিষ্পত্তির দাবিগরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপিরব্যাংক একীভূতকরণের নামে ঋণ খেলাপিদের দায়মুক্তি দেওয়া হচ্ছেন্যাপ বাস্তবায়নের জন্য চাই রাজনৈতিক সদিচ্ছা ও আইনি ভিত্তিকাদেরকে নিয়ে মন্তব্য, যাত্রী কল্যাণের মহাসচিবের বিরুদ্ধে জিডিজাহাজেই ফিরবেন ২৩ নাবিক, চলছে কয়লা খালাসভুয়া তথ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার চেষ্টা! সব খবর...
বিজ্ঞাপন