বিজ্ঞাপন

কংগ্রেসকে উপেক্ষা, সৌদির কাছে অস্ত্র বিক্রি করছেন ট্রাম্প

May 25, 2019 | 12:34 pm

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি উল্লেখ করে নির্বাহী ক্ষমতায় সৌদি-আমিরাত-জর্ডান জোটের কাছে ৮ বিলিয়নের বেশি ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউজ এই অস্ত্র চুক্তি বাস্তবায়নে কংগ্রেসকে পাশ কাটিয়ে গেছে। খবর রয়টার্সের।

বিজ্ঞাপন

সৌদি আরবের কাছে বিধ্বংসী অস্ত্র বিক্রিতে মার্কিন কংগ্রেসের বিরোধিতা রয়েছে। আইনপ্রণেতাদের মত, সৌদি-আমিরাত জোট সেসব অস্ত্র ইয়েমেনে ব্যবহার করতে পারে। এর ফলে ইয়েমেনের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। বোমা ফেলে ইয়েমেনে নারী-শিশুসহ অসংখ্য মানুষকে হত্যার দায় বর্তাচ্ছে সৌদি আরবের ওপর। এছাড়া, তুরস্কের দূতাবাসে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় অভিযুক্ত সৌদি আরব।

সিনেটর ক্রিস মার্ফি বলেন, ‘ট্রাম্প জানতেন সৌদির কাছে অস্ত্র বিক্রি কংগ্রেস অনুমোদন দিবে না। অস্ত্র বিক্রি করতে জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি এখন নেই। এই পদক্ষেপ ইয়েমেনে মানবিক বিপর্যয় বাড়বে।’

সারাবাংলা/ এনএইচ

বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন