বিজ্ঞাপন

‘রাজনীতিতে যারা ক্রিম খেতে আসেনি তাদের মূল্যায়ন করা হবে’

May 25, 2019 | 4:27 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বিগত দিনে যারা ব্যক্তি স্বার্থকে গুরুত্ব না দিয়ে জাতীয় পার্টির রাজনীতির মাঠে ছিল, যারা ক্রিম খেতে রাজনীতিতে আসেনি ভবিষ্যতে তাদেরই মূল্যায়ন করা হবে।

বিজ্ঞাপন

শনিবার (২৫ মে) রাজধানীর বনানী অফিসে কুমিল্লা মহানগর বিএনপি নেতা হুমায়ুন কবির মুন্সির নেতৃত্বে অর্ধশত নেতা-কর্মী জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় গোলাম মোহাম্মদ কাদের এমপি আরও বলেন, ‘ব্যক্তি স্বার্থ উৎসর্গ করে যারা দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি করেছে সেই তরুণদের জাতীয় পার্টির নীতি নির্ধারণী পর্যায়ের নেতৃত্বে নিয়ে আসা হবে। টাকা বা অস্ত্র নয়, আমরা মানুষের ভালোবাসার শক্তি দিয়ে জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যাব।’

জিএম কাদের বলেন, ‘রাজনীতির প্রতি সাধারণ মানুষের বিতৃষ্ণা সৃষ্টি হয়েছে, অনেকেই রাজনীতিকে ব্যবসা মনে করছেন। রাজনীতিতে টাকা লগ্নি করে আবার সেই টাকা তুলে নিতে চেষ্টা করেন। সাধারণ মানুষ চায় স্বচ্ছ ও নির্মোহ রাজনীতি। আর এ কারণেই দেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছেন। সাধারণ মানুষ মনে করেন, জাতীয় পার্টিই তৃতীয় শক্তি হিসেবে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, কেন্দ্রীয় কাজী জামাল উদ্দিন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ড. নুরুল আজহার, ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা রানীসহ অনেকে।

কুমিল্লা বিএনপির নেতা হুমায়ুন কবির মুন্সির নেতৃত্বে জাতীয় পার্টিতে যোগদান করেন, রফিকুল ইসলাম মেম্বর, হারুন চৌধুরী মেম্বর, তাজুল ইসলাম মাস্টার, কাজী মোমিন উদ্দিন, শাহীন আলম, গোলাম মোস্তফা, সিরাজুল ইসলাম, মোহাম্মদ হোসেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও মো. মিজানুর রহমানসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএএইচএইচ/এমআই

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন