বিজ্ঞাপন

কানের সেরা ছবি কোরিয়ার প্যারাসাইট, তারান্তিনো ফিরলেন খালি হাতে

May 26, 2019 | 11:11 am

পার্থ সনজয়, কান থেকে

পেদ্রো আলমেদোভারের জেতা হলো না স্বর্ণপাম। কুয়েন্তিনো তারান্তিনো ফিরলেন একদম খালি হাতে। তবে কানের অনুমনেয় চরিত্রও বজায় থাকলো না।

বিজ্ঞাপন

কান চলচ্চিত্র উৎসবের ৭২ তম আসরের সেরা ছবির পুরস্কার পাম ডি অর জিতলো দক্ষিণ কোরিয়ার ছবি ‘প্যারাসাইট’। পাম ডি অরের পরই সেরা পুরস্কার গ্র্যাঁ প্রি জিতেছে মার্কিন কৃষ্ণাঙ্গ নারী পরিচালক মাতি দিওপের ‘আতলান্তিক’। শনিবার সন্ধ্যায় উৎসবের জমকালো সমাপণী আয়োজনে আবারো জয় হলো এশিয়ার!

ক্লোজ রেসে বঙ জুন হো র প্যারাসাইট কে এগিয়ে রেখেছিল সব জরিপ। তাই হলো। সন্ধ্যার আলো ঝলমলে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে এবারের গোল্ডেন পামের তকমা জিতে নিলো দক্ষিণ কোরিয়ার ছবিটি।


আরও পড়ুন :  ১২০তম নজরুল জয়ন্তীতে দিনভর নজরুল বন্দনা


বিশ্ব সিনেমার সবচেয়ে বড় সম্মান বঙ জুন হোর হাতে পাম দ্য অর তুলে দেন ফরাসি অভিনেত্রী ক্যাথেরিন দেন্যুভ ও বিচারকদের প্রধান আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতু। বাজির দরে বেশ এগিয়ে থাকা পেদ্রো আলমোদোভারের ‘পেইন অ্যান্ড গ্লোরি’তে পরিচালকের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতা হয়েছেন আন্তোনিও ব্যান্দেরাস। অস্ট্রিয়ান নারী নির্মাতা জেসিকা হজনারের ‘লিটল জো’ ছবিতে অনবদ্য অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন যুক্তরাজ্যের এমিলি বিচাম।

বিজ্ঞাপন

সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন যুক্তরাজ্যের এমিলি বিচাম

আর ‘আতলান্তিক’ পেয়েছে গ্রাঁ প্রিঁ। অভিবাসন কে বিষয় করে পরিচালক মাতি দিওপ এসেছিলেন কানে। উৎসবের ৭২ বছরের ইতিহাসে মূল প্রতিযোগিতায় জায়গা পাওয়া তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ নারী নির্মাতা। তবে সবচেয়ে আলোচিত ছবি ‘ওয়ানস আপন এ টাইম ইন হলিউড’ উৎসব থেকে ফিরেছে  একদম খালি হাতে। ব্র্যাড পিট আর লিওনার্দো ডিক্যাপ্রিও জুটির ছবিটি কান অ্যারেনায় ঝড় তুললেও, পারলো না তারান্তিনোর ২৫ বছর পর কানে আসাকে উজ্জ্বল করতে। খালি হাতে ফিরেছেন কেন লোচ, টেরেন্স মালিক, হাভিয়ার দোলান, আবদেল লতিফ কেশিশকেও।

পুরস্কার বিতরণী শেষে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবের অফিসিয়াল সিলেকশনের অংশ লাস্ট্র স্ক্রিনিং হিসেবে দেখানো হয় অলিভিয়ে নাকাশ ও এরিক তোলেদানো পরিচালিত ‘দ্য স্পেশালস’।

এদিকে এবারের আসরে ফিপ্রেসকির দেয়া ‘ডিরেক্টরস ফোর্টনাইট’ জিতেছে রবার্ট এগারসের ‘দ্য লাইটহাউজ’, আঁ সার্তে রিগার্দ জিতেছে কান্তেমির বালাগোভের ছবি ‘বিয়েনপোল’, প্রতিযোগিতা বিভাগে সেরা ছবি হয়েছে এলিয়া সুলেইমানের ‘ইট মাস্ট বি হেভেন’। ফিপ্রেসকির জুরিতে ছিলেন বাংলাদেশের সাদিয়া খালিদ রীতি।

বিজ্ঞাপন

সমাপনী সন্ধ্যা পেরিয়ে পালে দ্য ফেস্টিভ্যাল এরেনায় বিদায়ের বিষন্নতা ছাপিয়ে ছিল সফল আয়োজনের তৃপ্তি।

সারাবাংলা/পিএম


আরও পড়ুন :

.   চলচ্চিত্র শিল্পী সমিতি: মেয়াদ শেষ, নেই নির্বাচনের তোড়জোড়

.   স্বজনপ্রীতি চাপ বা বিনিময়ের অভিযোগ ভিত্তিহীন: নাসির উদ্দীন ইউসুফ


Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন