January 30, 2018 | 4:51 pm
সারাবংলা ডেস্ক
নিউজিল্যান্ড সফরে ওয়ানডেতে পাঁচ ম্যাচ সিরিজের সবক’টিতেই হেরেছে পাকিস্তান। ওয়ানডেতে হারের প্রতিশোধ তুলেছে টি-টোয়েন্টিতে স্বাগতিকদের সিরিজ হারিয়ে। সিরিজ জেতার পাশাপাশি টি-টোয়েন্টির র্যাংকিংয়েও নিজেদের শীর্ষে তুলেছে কোচ মিকি আর্থারের ছাত্ররা।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতার পরও পাকিস্তানি ছাত্রদের ফিটনেস নিয়ে বেশ নাখোশ মিকি আর্থার।
আর্থারের নাখোশ হওয়ার যথেষ্ট কারণও আছে। নিউজিল্যান্ড সফরের আগে পাকিস্তান খেলেছিল গত বছরের অক্টোবরে। সেবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলে পাকিস্তানি ক্রিকেটাররা আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। কিছু ক্রিকেটার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলেছেন। কয়েকজন খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। তাদের মধ্যে অল্প কিছু ক্রিকেটার খেলেছেন সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগে।
পাকিস্তানের কোচ মিকি আর্থার জানান, ‘আমি মনে করি কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলোয়াড়দের ফিটনেস লেভেল সন্তোষজনক ছিল না। খেলোয়াড়রা ফিটনেস লেভেলের দিকে সেভাবে লক্ষ্য রাখতে পারেনি। জাতীয় দল থেকে খেলোয়াড়রা প্রায় পাঁচ সপ্তাহ বাইরে ছিল। ফেরার পর তাদের শারীরিক এবং টেকনিক্যাল দিকগুলো খুবই খারাপ অবস্থায় পেয়েছি।‘
পাকিস্তানের কোচ আরও বলেন, ‘বর্তমান ক্রিকেটাররা বিভিন্ন লিগে ছড়িয়ে ছিটিয়ে খেলেছে। অবশ্যই আমি চাই, খেলোয়াড়রা সেখান থেকে বাড়তি টাকা আয় করুক। কিন্তু আমাদের পরিকল্পনার ব্যাপারটা তাদের মাথায় রাখতেই হবে। বিভিন্ন জায়গা থেকে খেলে ফেরার পর তাদের প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে কাজ করতে হয়েছে, কারণ তাদের প্রত্যেকের অবস্থাও আলাদা ছিল।'
সারাবাংলা/এমআরপি