বিজ্ঞাপন

‘জাপান-সৌদি আরব-ফিনল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী’

May 26, 2019 | 6:19 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ফিনল্যান্ড সরফটি তার ব্যক্তিগত এবং সেখানেই ঈদ উদযাপন করবেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

রোববার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘জাপান সরকারের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ থেকে ৩০ মে জাপান সফর করবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রীর জাপানে এটাই প্রথম দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন, এবং তার সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশগ্রহণ করবেন। দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাংবাদিক সম্মেলনে যৌথ বিবৃতি দেবেন। দ্বিপাক্ষিক বৈঠকের আগে প্রধানমন্ত্রীকে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের গার্ড অব অনার দেওয়া হবে। এছাড়া দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সমস্যার সমাধানে জাপানের প্রধানমন্ত্রীর সহায়তার জন্য অনুরোধ জানাবেন।’

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলে অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারী  ও শিল্প বিনিয়োগ উপদেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ উচ্চপর্যায়ের সংশ্লিষ্টরা সরকারী কর্মকর্তাবৃন্দ অন্তর্ভুক্ত থাকবেন। এছাড়া দেশের শীর্ষ ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও মাননীয় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন।’ এই তথ্য জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন ৫১ জন।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সফরকালে প্রধানমন্ত্রী জাপানের মিডিয়া সংগঠন নিকেই আয়োজিত ফিউচার অব এশিয়া সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিবেন।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ৩১ মে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া তিনি সম্মেলনের বক্তৃতা পর্বে বিশ্বের একাধিক সংকট নিরসনে দিকনির্দেশনা মূলক ভাষণ দেবেন। ওআইসি সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী জাপান থেকে সৌদি আরব যাবেন। এই সম্মেলনে ওআইসির সদস্যরাষ্ট্র, অবজারভার, ওআইসি প্রতিষ্ঠানসমূহ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানসহ মোট ১৪৮টি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করবে।

মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা এবং মুসলিম বিশ্বে উন্নয়ন সাধন কল্পে ওআইসি সর্বদাই মুখ্য ভূমিকা পালন করে আসছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমানে মুসলিম বিশ্বের বেশকিছু দেশ শান্তি, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় হুমকি, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, মুসলিম রাষ্ট্রে বাইরের হস্তক্ষেপ, উত্তেজনা, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, ‘ইসলামোফোবিয়া’ ও মানবিক বিপর্যয়সহ নানা সমস্যার সম্মুখীন। এ পরিস্থিতি থেকে উত্তরণের এবং একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি ও নিরাপত্তা রক্ষায় সংস্থাটির সম্মিলিত আলোচনা ও উদ্যোগ গ্রহণে ওআইসি রাষ্ট্রপ্রধানগণের এই সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই সম্মেলনে অমুসলিম দেশে মুসলিম সংখ্যালঘুদের সমস্যা তথা রোহিঙ্গাদের পরিস্থিতি আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে। এছাড়া কতিপয় মুসলিমদেশে সংঘাত ও অর্ন্তদ্বন্দ্ব বিশ্বব্যাপী মুসলমানরা যে ধরনের মানবিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে কিভাবে সেগুলোর সমাধান করা যায়, বিশ্বব্যাপী যে ইসলামোফোবিয়া তৈরি হয়েছে তা দূরীকরণের উপায়, মুসলিম উম্মাহর আর্থ-সামাজিক উন্নয়নে কর্মপরিকল্পনা, ওআইসি দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যসহ বিভিন্ন ধরনের সহযোগিতা এগিয়ে নেওয়া, বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন বিষয়ক ওআইসি এজেন্ডা প্রভৃতি বিষয় আলোচনায় স্থান পাবে। এছাড়াও মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং প্যালেস্টাইন ও আলকুদস বিষয়ে প্যালেস্টাইনিদের ন্যায় সঙ্গত দাবি ও অধিকারের বিষয় আলোচনায় বরাবরের মতই গুরুত্বপাবে।’

এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সারাবাংলা/জেআইএল/এমআই

বিজ্ঞাপন

Tags: , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন